আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য ৫টি class 5
প্রিয় বন্ধুগণ, আজ আপনাদেরকে জানানো হবে,আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য ৫টি class 5। যারা ক্লাস ফাইভে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে তো সবসময় এগুলো জানার সম্ভব হয় না এজন্য আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য ৫টি class 5 বিষয়টি এই পোস্টে রয়েছে। আপনি যখন এই বিষয় অসুবিধায় পড়বেন তখন আমাদের এই পোস্ট কাজে আসবে।
বন্ধুরা আপনাদেরকে জানানো হবে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পাঁচটি পার্থক্য সম্পর্কে। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি। এবং সেসব পার্থক্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, তাই আর চিন্তা না করে আমাদের এই পোস্ট পুরোপুরি পড়ার চেষ্টা করুন। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য ৫টি class 5
ভূমিকা
প্রিয় বন্ধুরা, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পাঁচটি পার্থক্য এই প্রশ্নটি প্রায় প্রত্যেক পরীক্ষায় আসে বলে শিক্ষার্থীদের এই বিষয়ে অনেক পাঠ করিয়ে থাকেন শিক্ষকমন্ডলীরা। প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই এই প্রশ্নের মাধ্যমে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য ৫টি। বন্ধুরা আপনারা জানেন না কখন কি আবহাওয়া চলে এবং অনেক চ্যানেলে আপনারা দেখতে পান আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে আলোচনা চলছে তো তা থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করা উচিত।
আরো পড়ুন
মূলত আপনারা কি বুঝেন আবহাওয়া বলতে কি বুঝায়। বন্ধুরা আবহাওয়া ও জলবায়ু দুইটা আলাদা জিনিস, আবহাওয়া ও জলবায়ু প্রত্যেককে নিয়ন্ত্রণ করে কোন স্থানের তাপমাত্রা, আদ্রতা, বায়ু প্রবাহ, মেঘ, বৃষ্টিপাত, বায়ুর চাপ ইত্যাদি দ্বারা নিয়ন্ত্রিত হয় আবহাওয়া ও জলবায়ু। তবে আবহাওয়া হলো প্রতিদিনের অবস্থা এবং আবহাওয়া ও জলবাও আমাদের জীবনে প্রভাব থাকে ব্যাপক অন্যদিকে জলবায়ু হল ৩০-৪০ বছরের গড় অবস্থা।
আবহাওয়া ও জল বাহুর ঘর অবস্থা যে সকল উপাদানের উপর নির্ধারণ করে থাকে সেগুলো পরিবর্তনশীল। তো প্রিয় বন্ধুরা আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পাঁচটি পার্থক্য জানার জন্য আপনারা অবশ্যই এই পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন।
আবহাওয়া
আবহাওয়া সম্পর্কে পার্থক্য জানতে গেলে অবশ্যই আমাদের সকলেরই আবহাওয়া সম্পর্কে কিছু ধারনা থাকা প্রয়োজন। এবং আমরা যদি নাই জানি যে আবহাওয়া কাকে বলে তাহলে আমরা আবহাওয়ার পার্থক্য বুঝবই বা কিভাবে তো এজন্য আমরা সর্বপ্রথম আবহাওয়া কাকে বলে বিষয়টি জেনে নিব
আবহাওয়া: কোন স্থানের দৈনন্দিন বায়ু প্রবাহ ও বায়ুর চাপ, বায়ুর তাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, এবং ওই স্থানের বায়ুমন্ডলের ক্ষণস্থায়ী অবস্থা ইত্যাদির সমষ্টিগত অবস্থানকে আবহাওয়া বলে।
বন্ধুরা কখনো যদি পরীক্ষার খাতায় বা পরীক্ষাই প্রশ্নপত্রে প্রশ্ন আসে, আবহাওয়া ও জলবায়ু বলতে কি বুঝ? আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লিখ। তাহলে আপনারা এই পোস্টটি মনোযোগ সহকারে পড়লেই সে সম্পর্কে ধারণা পেয়ে যাবে এবং খুব সুন্দরভাবে সেখানে লিখতে পাবেন তাহলে আমরা এই আলোচনায় জানলাম আবহাওয়া কাকে বলে।
জলবায়ু
জলবায়ু ও আবহাওয়ার মধ্যে সম্পর্কযুক্ত হলেও এবং এদের উপাদান সমূহ একই হলেও এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে বা ক্রিয়া কালাপ রয়েছে যা এদেরকে সময়ের ও এলাকার ব্যবধান বুঝিয়ে থাকে এবং প্রতিদিনের তাপমাত্রা হচ্ছে আবহাওয়া এবং বৃষ্টিপাতের সকল ক্রিয়া কালাপ যাদের সাধারণত পৃথিবীর আবহাওয়াকে বোঝানো হয়ে থাকে। এবারে আমরা আসি জলবায়ু সম্পর্কে জলবায়ু সম্পর্কে আমাদের যদি কোন ধারণা না থাকে ।
আরো পড়ুন
তাহলে আমরা কিভাবে জলবায়ুর পার্থক্য লিখব ঠিক সেজন্য আমাদের জলবায়ু কাকে বলে জানা অতি জরুরী তো চলুন বন্ধুরা জেনে আসি
জলবায়ু: কোন স্থানে বছরের সব দিনের আবহাওয়া রূপ একই রকম থাকে না। জলবায়ু হলো কোন স্থানের বায়ুমন্ডলে দীর্ঘস্থায়ী অবস্থা বা এ অবস্থা কোনদিন উষ্ণ, কোনদিন আর বৃষ্টিবহুল, কোনদিন শীতল, ও শুকনো ইত্যাদি। এই পরিবর্তনগুলো একত্রিত করলে আবহাওয়ার সমষ্টিগত অবস্থা পাওয়া যায় অতএব কয়েক বছরের আবহাওয়ার সমষ্টিগত অবস্থানকেই সেই স্থানের জলবায়ু বলা হয়।
আবহাওয়া ও জলবায়ুর উপাদান সমূহ
আবহাওয়া ও জলবাও সে সকল উপাদানগুলির গড় অবস্থান বিচার করে বা আবহাওয়া ও জলবায়ু নির্ধারণ করে সেগুলিকে আবহাওয়া ও জলবাও উপাদান বলা হয়ে থাকে তবে সেই উপাদানগুলি হল: বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহের দিক ও গতি, বায়ুর আদ্রতা, আকাশে মেঘের অবস্থা বা মেঘ, বৃষ্টিপাত, তুষারপাত, সহ ইত্যাদি।
আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পাঁচটি পার্থক্য
প্রিয় বন্ধুরা আমরা আবহাওয়া ও জলবায়ু নিয়ে অনেক কিছুই জেনেছি বা বিভিন্ন বইয়ের পড়েছি তবে এখন আমরা আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পাঁচটি পার্থক্য লিখব যা আপনাদের অনেক উপকারে আসবে তবে আবহাওয়া হলো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুর অবস্থা প্রকাশ করে থাকে বা নির্দিষ্ট কোন স্থানের আবহাওয়া নির্ধারণ করে থাকে। আর জলবায়ু হল একটি নির্দিষ্ট অঞ্চলের ৩০ হতে ৪০ বছরের গড় আবহাওয়ার পরিসংখ্যান প্রকাশ করে ।
তো এখন আমরা দেখব আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পাঁচটি পার্থক্য বিদ্যমান:
- আবহাওয়া হল বায়ুমন্ডলের খন্ডকালীন অবস্থা। যে নির্দিষ্ট একটি সময়ের নির্দিষ্ট কোন একটি স্থানের বায়ু উষ্ণতা তাপমাত্রা তাপ আর্দ্রতা বৃষ্টিপাত উৎপাদনের দৈনন্দিন অবস্থানকে আবহাওয়া বলা হয়।
- আবহাওয়া হল বায়ুমণ্ডলের নিম্ন স্তরের দৈনন্দিন অবস্থা, যা একটি ক্ষুদ্র এলাকার বায়ুর বৈশিষ্ট্য আবহাওয়া।
- আবহাওয়া কোন একটি এলাকার স্বল্পপরিসরের সীমাবদ্ধ স্থানের বায়ুমন্ডলের সাময়িক অবস্থা সূচিত করে, বা আবহাওয়া দিন দিন বা ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হতে পারে।
- স্থানভেদে আবহাওয়া সহজেই পরিবর্তন হয় আবহাওয়া mateorologyএর আলোচ্য বিষয়।
- আকাশে তথা বায়ুমণ্ডলের অবস্থান থেকে কেউ আবহাওয়া সম্পর্কে ধারণা দিতে পারে সেটি আকাশের পরিবর্তন ও অবস্থান দেখে যে কেউ বলে দিতে পারে।
- জলবায়ু হলো বায়ুমন্ডলের দীর্ঘসময়ের অবস্থা। যা কোন অঞ্চলের কমপক্ষে ৩০ থেকে ৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলা হয়।
- এটি হলো বায়ুমন্ডলের নিচের স্তরে দীর্ঘকালীন সামগ্রী অবস্থা বা,কোন স্থানের দীর্ঘকালীন আবহাওয়া পর্যবেক্ষণ করে জলবায়ু নির্ণয় করা হয়।
- জলবায়ু একটি অঞ্চলের বায়ুমন্ডলের দীর্ঘকালীন গড় অবস্থা নির্দেশ করে, একটি বড় অঞ্চলের বা এলাকার আবহাওয়ার বায়ুমন্ডলের বৈশিষ্ট্য জলবায়ু।
- জলবায়ু প্রতিদিনের ব্যবধানে কোন অঞ্চলের জলবায়ু পরিবর্তন হয় না, এক কথায় বলা চলে জলবায়ু সাধারণত অপরিবর্তনসীল।
- জলবায়ুর সম্পর্কে কেউ সহজে ধারণা দিতে পারে না দীর্ঘদিনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জলবায়ু সম্পর্কে বিশেষজ্ঞ ব্যাক্তিরায় ধারণা দিয়ে থাকেন সাধারণ কেউ ধারণা দিতে পারে না বললেই চলে।
শেষ কথা
প্রিয় বন্ধুগণ আজকের এই পোস্টটা আপনাদেরকে জলবায়ু ও আবহাওয়া এর মধ্যে পার্থক্য সম্পর্কে বিভিন্ন তথ্য জানানো হয়েছে। আমরা পড়াশোনার সময়, বিভিন্ন বই এ আবহাওয়া ও জলবায় সম্পর্কে পড়েছে এবং জেনেছি। এই পোস্ট পড়ার মাধ্যমে আপনার হয়তো আপনাদের সে সময় স্কুল লাইফে ফেলে আসে কিছু স্মৃতি কথা মনে করবে। জলবায়ু আবহাওয়ার মধ্যে অনেক তফাৎ রয়েছে। কোন একটি নির্দিষ্ট সময়ের উষ্ণ তাপমাত্রা ।
আরো পড়ুন
তাপ আদ্রতা বৃষ্টিকে উপাদানের দৈনন্দিন অবস্থাকে বলা হয়ে থাকে আবহাওয়া। এছাড়াও ৩০ থেকে ৪০ বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয়ে থাকে। জলবায়ু সম্পর্কে সাধারণ যেসব মানুষজন রয়েছে তাদের ক্ষেত্রে ধারণা দাও তো দূরে থাক যারা বিশেষজ্ঞ ব্যাক্তি রয়েছে তারা ধারণা দিতে অনেক সময় হিমশিম খেয়ে যান।
এছাড়া এই পোস্টে আপনাদেরকে জলবায়ু ও আবহাওয়া এর মধ্যে পার্থক্য জানিয়ে দেয়া হয়েছে। আপনারা যদি এরকম পোস্ট প্রতিদিন পেতে চান তাহলে এই ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করবেন ,ধন্যবাদ।
পোষ্ট পড়ে আমাদেরকে আপনার মূল্যবান মন্তব্য লিখুন। আপনাদের প্রতিটি কমেন্ট রিভিও করা হয়
comment url