মুখের বড় তিল দূর করার উপায় ১০০% কার্যকারী
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের মুখের বড় তিল দূর করার উপায় সম্পর্কে, জানেন না তবে আমাদের এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন মুখের বাদামী তিল দূর করার উপায় কি এই সম্পর্কে। তো চলুন বন্ধুরা আমরা জেনে আসি মুখের বড় তিল দূর করার উপায় সম্পর্কে।
প্রিয় বন্ধুরা আপনারা কি মুখমন্ডলের ছোট ছোট চুল অথবা বড় বড় তিল দূর করার উপায় নিয়ে ভাবতেছেন। তো বন্ধুরা চিন্তার কোন কারণ নেই আমরা আপনাদের জন্য একটি কন্টেন্ট নিয়ে এসেছি সেখানে আলোচনা করা হয়েছে মুখের বড় তিল দূর করার উপায়। তো চলুন বন্ধুরা আমরা জেনে আসি সেই সকল বিস্তারিত তথ্য সম্পর্কে।
ভূমিকা
প্রিয় বন্ধুরা আপনারা সবাই ফেস নিয়ে চিন্তিত থাকেন বিশেষ করে মেয়েরা খুবই বেশি তবে ফেসএ যদি অতিরিক্ত তিল থাকে তাহলে বিষয়টা কেমন একটা হয়ে যায় কিন্তু আজকে আমরা জানবো মুখের বড় তিল দূর করার উপায় সম্পর্কে। আপনারা কি জানেন মুখমণ্ডলে কেনই বা এতগুলো তিন একসাথে হয়। আমাদের শরীরে বাতোকে যেখানে একসঙ্গে অনেক মেলানোসাইট একত্রে প্লাস্টার হিসাবে তৈরি হয় এবং তা জমে যায় সেই স্থানে তিলে পরিণত হয়।
আপনারা হয়তোবা এই বিষয়টাও জানেন না যে একজন পূর্ণ বয়স্ক মানুষের শরীরে 10 থেকে 40টি তিল থাকায় স্বাভাবিক ব্যাপার। কিন্তু এগুলো সাধারণত মুখ হাত পা উন্মুক্ত স্থানে দেখা যায় যা সূর্যের আলো সংস্পর্শে আসে। আবার লক্ষ্য করে দেখা যায় যে জন্ম থেকেই কারো কারো তিল রয়েছে আবার দেখা যায় যে বয়সের সঙ্গে সঙ্গে বাড়তে পারে তিলের সংখ্যা গুলো। ডামাটোসিস প্যাপুলোসা বা ভিপিএন বলে মুখে এক ধরনের তিল হয়। তবে যেগুলো তীর নতুন বের হয় সেগুলো কমানো যায় ।
আরো পড়ুন
হালকা ক্রিম দিয়ে হয়তো এটা কমানো যেতে পারে। কিন্তু যে তেল গুলো দেখতে ছোট ছোট হয় সেগুলো কমতে চায় না তবে সেগুলো যদি ডিপিএন হয় তাহলে বিভিন্ন ধরনের লেজার রয়েছে সে লেজারগুলো দিয়ে সরিয়ে দেওয়া যায়।
মুখের বড় তিল দূর করার উপায়
প্রিয় বন্ধুরা আপনারা কি মুখে বড় তেল নিয়ে ভাবতেছেন আপনারা কোথাও খুঁজে পাচ্ছেন না মুখে বড় তিল দূর করার উপায়। হ্যাঁ বন্ধুরা আজকে আমরা মুখের বড় তিল নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন। তিলছাড়া মানুষ মানে কথা হলো গিয়ে তিল নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন একটা ব্যাপার। এবং তিল থাকাটাই স্বাভাবিক ব্যাপার বলে মনে হয় তবে অনেকের মুখে অতিরিক্ত তিল দেখা যায়।
সেটা অনেকেই পছন্দ করে না যে অতিরিক্ত তিন থাক। এ কারণে অনেক চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তারা। তবে কথা হলো কি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কেউ যদি তিল থেকে মুক্তি পেতে চায় তাহলে তার ব্যয় বেশি হয়ে যাবে মানে খরচ বেশি পড়বে হলে কেউ এত টাকা খরচ করে তিল সরাতে চায় না। তবে কিছু কিছু উপায় রয়েছে যেগুলো উপায়ে তিল দূর করা যায়। এবং এই গুলো উপাদান হলো সম্পূর্ণ প্রাকৃতিকভাবে।
এখন আপনাদের মনে প্রশ্ন প্রাকৃতিকভাবে কি তিল দূর করা যায়। হ্যাঁ বন্ধুরা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে তিল দূর করার জন্য এ কারণে তিলের উপর নিয়মিত কেউ যদি রসুন লাগিয়ে থাকে তাহলে সে তিল থেকে মুক্তি পেতে পারে অনায়াসে। এছাড়া প্রাকৃতিক উপায়ে তেল দূর করার আরো উপায় রয়েছে। আলু আলু এর রস ব্যবহারে তার থেকে তিল দূর না হলেও তিলের রং হালকা হয়ে যায় কারণ আলুর রস এ ব্লিচের কাজ করে থাকে।
এনজাইম ও এসিডে ভরপুর কলার খোসা। যে কলার খোসা নিয়মিত তিলের উপরে ব্যবহারে তিল দূর হয় বলে মনে করা হয়। প্রিয় বন্ধুরা তাছাড়াও যদি আমাদের মুখের তিল এভাবে প্রাকৃতিক নিয়মে দূর না হয় সে ক্ষেত্রে আমরা চিকিৎসকের পরামর্শ নিব অনেক সময় দেখা যায় যে মুখমণ্ডলের পুরো আকৃতি জুড়ে একটি দুইটি না প্রায় 40-50 টি তিল বের হয়ে যায় কিন্তু এটি রোগের দিকে চলে যাবে তখন আমাদের বুঝতে হবে যে এখন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
তাহলে আমরা এই পোস্টটির মাধ্যমে জেনে গেলাম মুখের বড় তিল দূর করার উপায় সম্পর্কে। বন্ধুরা হতাশ নয় আপনাদের মুখে তিল থাকতেই পারে এটা অস্বাভাবিক কিছু না। এছাড়াও শরীরে বড় ধরনের তিল দূর করার জন্য আমরা ওয়েলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে যেকোনো প্যাক তৈরি করে ব্যবহার করতে পারি প্রতিদিন নিয়ম করে আমাদের স্ক্রিনে লাগানোর ফলে। কয়েক সপ্তাহ মধ্যে ই তিল দূর হয়ে যাবে। কারণ এই ব্রেকিং সোডা তিল গুলোকে শুকিয়ে দেয় ।
আর ক্যাস্টর অয়েল স্কিনকে প্রটেক্ট করে। তাছাড়াও চিকিৎসকের মতে বাজারে ফ্রিকেলস আউট বিভিন্ন ধরনের তিল দূর করার ক্রিম পাওয়া যায় যেগুলো সব ক্ষেত্রেই ব্লিচিং উপাদান দিয়ে তৈরি এবং ব্লিচিং উপাদান গুলো আমাদের ত্বকের জন্য অনেক ক্ষতিকর হয়ে পড়ে। তবে এই তিলগুলো দূর করতে আমরা একটি ক্রিম অবশ্যই ব্যবহার করতে পারি ক্রিমটি হল সান্স ক্রিম যা ব্যবহার করলে তিলের সংখ্যা অনেকগুলো কমে যাবে।
মুখের বাদামী তিল দূর করার উপায়
প্রিয় বন্ধুরা আপনাদের শরীরে অনেকের অনেক রকম তিল রয়েছে বাদামি রঙের, লালচে রঙের, এবং কালো রঙের, তো বন্ধুরা আপনারা কি জানেন এই তিন গুলো কেন হয়। বা আপনারা কি জানেন মুখের বাদামী তিল দূর করার উপায় সম্পর্কে। আসলে তিল হলো এক ধরনের বিনাইন টিউমার তবে এসব টিউমার কোন ক্ষতি করে না। চিকিৎসকবিজ্ঞান এই তিলকে বলে থাকে মেলানোসাইটিক নিভাস। যে কিনা মানুষ শরীরের ত্বকেরই একটি সংযোগ ।
প্রধানত মেলানিন সাধারণত উৎপন্নকারী দোষ মেলানোসাইট ত্বকের বিভিন্ন জায়গায় সমানভাবে বিস্তৃত হয়ে ত্বকের রং তৈরি করে। একটি ডাক্তারের মতে বলে থাকেন যে বাদামি ও লালচে এসব তিল ত্বকের জন্য কোন ক্ষতিকর বিষয় না। এটি জেনেটিক কারণে ও ছোটবেলা অনেকের শরীরে এসব তিল দেখা যায় বলে গণ্য করা হয়েছে। একটি মতামতে ডঃ মোঃ তৌহিদুল বলেন, অতিরিক্ত সূর্যর আলোকে যাওয়া ও রেডিয়েশন থেরাপি দীর্ঘদিন চললে তিল হতে পারে ।
এছাড়াও তিল প্রধানত জিনগত কারণে হয়। এছাড়াও কেউ যদি দীর্ঘদিন কোন রোগের ওষুধ সেবন করে সেক্ষেত্রে হতে পারে এই সব ধরনের তিল। সেই চিকিৎসক আরো বলেন যে তিল দূর করার জন্য কোনরকম ঔষধ বা মলম ব্যবহারে এই সব ধরনের তিন দূর হয় না। তিল দূর করার জন্য বা তিলের সমস্যা দূর করতে অনেক সময় সার্জারি প্রয়োজন হয় যা ডারমেটো সার্জারি বলা হয়।
আরো পড়ুন
মুখের বাদামী তিল দূর করার উপায় হলো এটি ইলেক্ট্রোসার্জারি করলে চলে। তবে আমরা চেষ্টা করব যথাযথ সম্ভব রোদ এড়িয়ে চলা এবং ভালো মানের ভালো ব্যান্ডের সানব্লক ব্যবহার করা যদিও আমরা রোধে যাই সে ক্ষেত্রে ছাতা ব্যবহার করা এবং সুষম খাবার খাওয়া প্রচুর পরিমাণে পানি পান করা।
মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম
প্রায় সকল মানুষই শরীরের তিল এর সাথে পরিচিত এছাড়াও তিল হওয়াটাই স্বাভাবিক কিন্তু অনেকের মুখে দেখা যায় অতিরিক্ত তিল। তাই আজকের আলোচ্য বিষয় মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম আপনারা জানবেন। আর এই তিল আমাদের মুখে সৌন্দর্য বৃদ্ধি করলেও যদি কারো মুখে অতিরিক্ত থাকে তাহলে তার সৌন্দর্যের উপর অনেকটা খারাপ লেগে থাকে এককথায় বলা চলে যে বিরবিরে হয়ে যাই পুরো মুখমণ্ডল তিলের পরিমাণ বেশি থাকার কারণে।
যদিও তিলের জন্য ক্রিম ব্যবহার করা উচিত নয় কারণ প্রত্যেকটা বাজারে ক্রিমে রয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া। এজন্যই ক্ষতিকর যে এই ক্রিমগুলোতে রয়েছে অনেক ধরনের ক্ষতিকারক রাসায়নিক পদার্থ। আপনি হঠাৎ করে কোন ধরনের ক্রিম যদিও ব্যবহার করেন তবে আপনার তিল ভালো হবে ঠিকই সেগুলো আপনার ত্বকের উপরের চামড়া তুলে ফেলবে এবং তিল ভালো করতে সক্ষম হবে। তবে চামড়া উঠে যাবার কারণে আপনার ত্বকে দীর্ঘদিনের জন্য একটি স্পট পড়ে থাকবে।
এজন্য আপনার তিল দূর করার জন্য হুটহাট কোন সিদ্ধান্ত নিয়ে ক্রিম ব্যবহার করা থেকে বিরত থাকবেন। তবে আপনি চাইলে ঘরে বসে লালচে এবং বাদামি কালো সব ধরনের তিল মুছে দিতে পারে ঘরে কিছু তিল দূর করার প্যাক তৈরি করে। যেগুলা আপনার ত্বকের কোন ক্ষতি নাই বরং আরো উপকারে আসবে।
প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম জানতে পারেননি কারণ বাজারে সে সকল ক্রিমগুলো ইউজ না করাই ভালো কারণ বাজারে সকল ক্রিম গুলো আপনার ত্বকে অনেক ইফেক্ট পড়ে যাবে আপনার ত্বক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আপনারা বিভিন্ন ধরনের প্যাক তৈরি করে সেগুলো প্যাক ইউজ করবেন।
মুখের কালো তিল দূর করার ঘরোয়া উপায়
প্রিয় বন্ধুরা আমাদের মুখের কালো তিল দূর করার ঘরোয়া উপায় বিস্তারিত জানতে এই পোস্টটি পুরোপুরি পড়তে হবে। তবে আপনাদের তিল নিয়ে দ্বিধা নয় তিল নিয়ে চিন্তা নয় অবশ্যই কিছু ঘরোয়া উপাদান রয়েছে যা দ্বারা আপনি তিল দূর করতে পারেন। যেহেতু মূল আমাদের শীতকালীন সবজি কিন্তু এমন আর দামও অনেক কম তবে আমরা একটি প্যাক তৈরি করতে পারি এই মুলা দিয়ে যা আমাদের মুখের সব ধরনের তিল দূর করতে সাহায্য করবে।
শুধু মুলা এবং দুধ ব্যবহার করে আমরা একটি প্যাক তৈরি করব এবং সেটি আমরা তকে লাগালে আমাদের তিলের মত সমস্যাগুলি সমাধান হবে। সেই প্যাকটি তৈরি করার জন্য আমরা ব্যবহার করব এক চামচ মুলার রস, আধা চামচ মাখন, দুধ এর সাথে আধা চামচ লেবুর রস, এগুলো দিয়ে একটি প্যাক তৈরি করে আমরা তিল দূর করতে পারি। এছাড়াও আমাদের আরো বিভিন্ন ধরনের সহজ প্যাক রয়েছে। হাতের কাছে থাকা রসুন দিয়ে আমরা তিল দূর করতে পারি ।
এছাড়াও কলার খোসাতে বিভিন্ন রকমের পুষ্টি উপাদান রয়েছে এবং তিল দূর করার জন্য রয়েছে এনজাইম এসিড ফলে তিল দূর হয় বলে মনে করেন অনেকে। মধু ত্বকের জন্য মধু খুবই উপকারী তক্ম লাইন করে মধু এতে এন্ট্রি অ্যাক্সিডেন্ট ও এন্টি ইনফ্ল্যামেটরি উপাদান যেগুলো তাদের জন্য অত্যন্ত উপকারী অনেক সময় তিলের উপর মধু লাগালে তিলের রং হালকা হয়ে যায়।
এ সকল মুখের কালো তিল দূর করার ঘরোয়া উপায় ঘরোয়া উপাদান দ্বারা আপনারা দূর করতে পারেন আপনার সমস্যা জনিত তিলগুলো। আলু আলু দিয়ে আপনি আপনার তিলের রং হালকা করতে পারেন তবে কিভাবে প্রকৃতিক ব্লিচের কাজ করে আলু আলুর রস ব্যবহার করলে ত্বক থেকে পুরোপুরি তিল দূর না হলেও তিলের রং হালকা হয়ে যাবে।
মুখে ছোট ছোট কালো তিল দূর করার উপায়
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনি কি আপনার মুখে ছোট ছোট কালো তিল দূর করার উপায় খুজতেছেন। আপনারা অনেকে বিভ্রান্তির মধ্যে রয়েছেন যে এই ছোট ছোট বিরক্তিকর তিলগুলো কিভাবে আমরা আমাদের ত্বক থেকে সরাতে পারবো। তবে আপনার চিন্তার কোন বিষয় নেই আপনারা ঘরে বসে ঘরোয়া প্রাকৃতিক উপাদান দ্বারা আপনি আপনার মুখের অবঞ্চিত তিল গুলো দূর করতে পারবেন।মুখের ছোট ছোট কালো তিল গলি দূর করার জন্য ।
অ্যাপেল সিডার ভিনেগার দ্বারা খুব সহজ পদ্ধতিতে মুখে ছোট ছোট কালো তিল দূর করার উপায়। এই অ্যাপেল সিডার ভিনেগার এ থাকে টাটারিক ও ম্যালিক এসিড যা তেলের উপরে ব্যবহার করলে আস্তে আস্তে সেই দিনগুলি দূর হয়ে যায়। ব্যবহারের নিয়ম হল তুলোতে আপেল সিডার ভিনাগার নিতে হবে তারপর সেই তুলা সেই তিলের উপর এক ঘন্টা রেখে দিন এইটা প্রতিনিয়ত দুই সপ্তাহ পড়লে তিল দূর হয়ে যাবে। আরেকটি উপাদান রয়েছে প্রাকৃতিক উপাদান রয়েছে যা কিনা ।
আরো পড়ুন
ত্বকের ব্যাকটেরিয়া নষ্ট করতে না ত্বকের ক্রিম হিসেবে ভালো কাজ করে থাকে সেটি হল আনারসের জুস। আনারস প্রথমে রস করে নিতে হবে এবং সাথে কিছু সামগ্রিক খাঁটি লবণ মিশাতে হবে এবং সে মিশ্রণটি তিলের উপর খুব ভালো করে কাজ করুন এবং ১৫ মিনিট ক্রাপ করার পর তিলের উপরে আস্তরণ টি উঠতে শুরু করে এই পদ্ধতি সপ্তাহখানে করলে অতি সহজে অবাঞ্ছিত তিল দূর করা যায়।
শেষ কথা
প্রিয় বন্ধু এই পোস্ট আপনাদেরকে মুখে তেল দূর করার বিভিন্ন উপায় সম্পর্কে জানানো হয়েছে। কোন ক্রিম ব্যবহারের মাধ্যমে মুখের তিল গুলো দূর হয়ে যায় তা আজ জানানো হয়েছে এই পোস্টে। এছাড়া আনারসের ক্লাস ও লবণ এর সঙ্গে মিশিয়ে তেলের উপর লাগিয়ে রাখলে তিল যে আস্তে আস্তে উঠে যায়। এছাড়া মুখে ছোট বড় তিল দূর করার জন্য কি কি উপায় বাড়িতে অর্থাৎ ঘরোয়া উপায় রয়েছে, এছাড়াও ডাক্তারের পরামর্শের মাধ্যমে অথবা কোন ক্রিম ব্যবহারের মাধ্যমে তিল দূর করা যায় ।
তা খুব সহজভাবে। আপনাদের সাথে তা আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা আপনারা যদি এরকম পোস্ট প্রতিদিন পেতে চান, তাহলে এই ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করার চেষ্টা করবেন। এবং আপনার যদি এসব উপায় এর মাধ্যমে উপকার হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন এবং দোয়া রাখবেন যেন প্রতিদিন আপনাদের উপকার করতে পারি এসব পোস্ট লেখে ভালো থাকবেন ,ধন্যবাদ।
পোষ্ট পড়ে আমাদেরকে আপনার মূল্যবান মন্তব্য লিখুন। আপনাদের প্রতিটি কমেন্ট রিভিও করা হয়
comment url