চোখের নিচের কালো দাগ দূর করার উপায় - chokher nicher kalo dag dur korar upay
খুব অল্প বয়সেই চোখের নিচে কালো দাগ পড়ে যায়?? চোখের নিচের কালো দাগ দূর করার উপায় নিয়ে রয়েছে উপস্থাপনা। অনেকেই রয়েছে যাদের চোখের নিচে কালো দাগ লক্ষ্য করা যায়। চোখের নিচের কালো দাগ দূর করার উপায় সম্পর্কে অনেকে জানতে চাই। কারণ অল্প বয়সে চোখের নিচে কালো দাগ দেখা দিলে চেহারার সৌন্দর্যতা নষ্ট হয়ে যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক চোখের নিচের কালো দাগ দূর করার উপায় গুলো
বিদ্রঃ- চোখের নিচের কালো দাগ দূর করার উপায় - chokher nicher kalo dag dur korar upay। তথ্যচিত্র- সংগৃহীত👆👆👆
কোন বয়সের মানুষই চায় না তার চোখের নিচে কালো দাগ দেখা যাক। চোখের নিচের কালো দাগ মানুষের চেহারার সৌন্দর্যতা নষ্ট করে দেয়। তবে চোখের নিচের কালো দাগ দূর করার উপায় রয়েছে। চোখের নিচের কালো দাগ দূর করার উপায় সম্পর্কে এই প্রতিবেদনে বেশ কিছু তথ্য উপস্থাপনা রয়েছে যা শেষ পর্যন্ত পড়লে এই প্রতিবেদনটি আপনার জন্য উপকৃত হিসেবে প্রমাণিত হতে পারে।chokher nicher kalo dag dur korar upay দেখুন
চোখের নিচের কালো দাগ যার আরেক নাম হচ্ছে ডার্ক সার্কেল। চোখের নিচের কালো দাগ এটি একটি সাধারণ সমস্যা। দৈনন্দিন জীবনে পর্যাপ্ত ঘুমের অভাব এবং অত্যাধিক পরিশ্রম করার ফলে চোখের নিচে এরকম কালো সার্কেল তৈরি হয়। আবার গবেষকদের মধ্যে হাই প্রেসার অথবা কোলেস্টেরলের ফলেও চোখের নিচে এরকম কালো ছোপ দেখা দিতে পারে।
chokher nicher kalo dag dur korar upay দেখুন
তবে দুশ্চিন্তার কোন কারণ নেই। এই চোখের নিচের কালো দাগ তথা ডার্ক সার্কেল দূর করার নিরাময়যোগ্য উপায় রয়েছে। দৈনন্দিন জীবনে কর্মব্যস্ততার ফলে আপনি আপনার শরীরের যত্নের প্রতি ঠিকমতো সময় দিতে পারছেন না। হয়তোবা কঠোর পরিশ্রম অথবা পর্যাপ্ত ঘুমের অভাবে অথবা যেকোন কারণে আপনার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। তবে অসুবিধা নেই চোখের নিচে কালো দাগ দেখা দিলে যত দ্রুত সম্ভব আর সময় নষ্ট না করে ব্যবস্থা নিয়ে ফেলুন।
chokher nicher kalo dag dur korar upay দেখুন
মনে রাখবেন চোখের নিচের কালো দাগ এর সঠিক চিকিৎসা না করতে পারলে এই ডার্ক সার্কেল দীর্ঘস্থায়ী হতে পারে। তবে এখানে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কোন প্রকার কেমিক্যাল প্রসাধনে ছাড়াই সম্পূর্ণ ঘরোয়া উপাদানের মাধ্যমে এই চোখের নিচের কালো দাগ দূর করার উপায় গুলো।
chokher nicher kalo dag dur korar upay দেখুন
চোখের নিচের কালো দাগ দূর করার উপায় গুলোর মধ্যে একটি উপায় হচ্ছে শসা- শশা এমনিতেই যুগ যুগ ধরে মুখের সৌন্দর্য চর্চায় অনেক কার্যকরী ভূমিকা পালন করে আসছে। এবং এর পাশাপাশি শসা চোখের নিচের কালো দাগ দূর করতেও বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এজন্য যা করতে হবে একটি তাজা সতেজ শসা নিয়ে তা পাতলা করে কেটে নিতে হবে। তারপর ফ্রিজে রেখে টুকরোগুলো ঠান্ডা করে নিতে হবে। এরপর ঠান্ডা হয়ে যাওয়া শসার টুকরো গুলো চোখের উপর রেখে দিয়ে দশ মিনিট অপেক্ষা করতে হবে। এভাবে দিনে দুইবার এই পদ্ধতিটি অনুসরণ করলে বেশ ভালো উপকার আশা করা যায়।
চোখের নিচের কালো দাগ দূর করার উপায় গুলোর মধ্যে আরেকটি উপায় হচ্ছে মশ্চারাইজার- ত্বকের সৌন্দর্য চর্চায় গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে ময়েশ্চারাইজার। এই মশ্চারাইজার চোখের নিচের কালো দাগ দূর করতে ভালো ফলাফল প্রদান করে। এজন্য যা করতে হবে দিনে দুইবার মশ্চারাইজার ব্যবহার করতে হবে। এক্ষেত্রে এসপিএফ যুক্ত ময়শ্চারাইজার দিনের বেলা ব্যবহার করতে হবে এবং রাতে ঘুমানোর আগে ময়েশ্চারাইজারের পাশাপাশি আই ক্রিম ব্যবহার করতে হবে।
চোখের নিচের কালো দাগ দূর করার উপায় গুলোর মধ্যে একটি হচ্ছে পর্যাপ্ত ঘুম- চোখের নিচের কালো দাগের বিরুদ্ধে লড়াই করা সব থেকে কার্যকর হাতিয়ার হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুম। এজন্য বেশি রাত জেগে থাকা যাবে না। প্রতিদিন অন্ততপক্ষে সাত থেকে আট ঘন্টা রাতের ঘুম প্রয়োজন। রাতে ঠিকমতো ঘুম না হলে চেহারা এমনিতেই ফ্যাকাসে বর্ণ ধারণ করে। এবং চোখের নিচে অবশ্যই কালো দাগ দেখা দেয়। তাই চোখের নিচের কালো দাগ দূর করতে আপনার ঘুমের দিকে ঠিকমতো লক্ষ্য রাখুন।
চোখের নিচের কালো দাগ দূর করার উপায় গুলোর মধ্যে একটি উপায় হচ্ছে আলু- আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আলু ঠিক শসার মত পাতলা পাতলা টুকরো করে কেটে নিতে হবে এবং সরাসরি চোখের উপরে লাগাতে হবে। এই পদ্ধতিতে ত্বকের কোলাজেন বাড়ে যা চোখের নিচের কালো দাগ নিরাময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
চোখের নিচের কালো দাগ দূর করার উপায় গুলোর মধ্যে আরও একটি উপায় হচ্ছে গ্রিন টি ব্যাগ মাস্ক- গ্রিন টি তে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টের সাথে সাথে অ্যান্টি ইনফ্লেমেটরি রয়েছে।এটা চোখের নিচে কালো দাগ দূর করতে সাহায্য করে। এক্ষেত্রে গ্রিন টি ব্যাগ মাস্ক যেভাবে বানাবেনঃ প্রথমে একটি গ্রিন টি ব্যাগ গরম পানির মধ্যে ১০ মিনিট ডুবিয়ে রাখতে হবে। এরপর টি ব্যাগটি তুলে নিতে হবে। আর যদি গ্রিন টি পাউডার ব্যবহার করে থাকেন তাহলে একটি পরিষ্কার পাত্রের মধ্যে প্রয়োজনমতো গ্রিন টি পাউডার নিয়ে নিতে হবে, এবার এর সঙ্গে মধু, বেকিং সোডা, হলুদ মিশিয়ে একটি ফেইস মাস্ক তৈরি করে ফেলুন। প্রথমে মুখ ভালোভাবে ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিন। তারপর মুখ শুকিয়ে গেলে চোখের চারপাশ দিয়ে এই মাস্কটি ব্যবহার করুন। ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেখে দিয়ে আলতো করে ম্যাসাজ করুন। তারপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলে মুখ শুকিয়ে নিন এবং মশ্চারাইজার ব্যবহার করুন।
চোখের নিচের কালো দাগ দূর করার উপায় গুলোর মধ্যে আরও একটি উপায় হচ্ছে টমেটো ও লেবুর জুস- এর জন্য যা করতে হবে প্রথমে টমেটো এবং কমলালেবুর রস একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এই মিশ্রণটি একটি তুলোর টুকরো দিয়ে চোখের চারপাশে ভালো করে লাগাতে হবে। এবং এই রস চোখের চারপাশে ভালোভাবে লাগিয়ে নিয়ে দশ মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এভাবে এই পদ্ধতিটি দিনে দুইবার ব্যবহার করতে হবে।
পোষ্ট পড়ে আমাদেরকে আপনার মূল্যবান মন্তব্য লিখুন। আপনাদের প্রতিটি কমেন্ট রিভিও করা হয়
comment url