আখেরি চাহার সোম্বা পালন করা যাবে কি - আখেরি চাহার সোম্বা পালনের বিধান

আগত আখেরি চাহার সোম্বা পালন করা যাবে কি না সে সম্পর্কে অনেক দ্বিধা-দ্বন্দ্ব জনক মতবাদ রয়েছে। এই প্রতিবেদটি শেষ পর্যন্ত পড়ার মাধ্যমে আপনারা আখেরি চাহার সোম্বা পালন করা যাবে কি না সে সম্পর্কে নির্ভেজাল ও সত্যায়িত তথ্য সম্পর্কে অবগত হতে পারবেন এবং সাথে সাথে এটাও জেনে যাবেন যে আখেরি চাহার সোম্বা পালন করা যাবে কি না???
আখেরি চাহার সোম্বা পালন করা যাবে কি - আখেরি চাহার সোম্বা সম্পর্কে বিদাত
আখেরি চাহার সোম্বা সম্পর্কিত প্রচলিত বেশ কিছু বিদাত রয়েছে।যারা আখেরি চাহার সোম্বার বৃত্তান্ত জানেনা এবং আখেরি চাহার সোম্বা পালন করা যাবে কি না? আখেরি চাহার সোম্বা সম্পর্কে বিশেষ কোন আমল রয়েছে কিনা এগুলো সম্পর্কে সম্পূর্ণ গাফেল তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি অনেক উপকৃত হতে চলেছে। তাহলে আমরা প্রকৃত আলোচনায় চলে যায় আখেরি চাহার সোম্বা পালন করা যাবে কি না এবং আখেরি চাহার সোম্বা সম্পর্কিত বিদাত সম্পর্কে জেনে নিই।

পেই সূচিপত্রঃ- আখেরি চাহার সোম্বা পালন করা যাবে কি - আখেরি চাহার সোম্বা সম্পর্কিত বিদাত 

  • আখেরি চাহার সোম্বা সম্পর্কিত বিদাত 
  • আখেরি চাহার সোম্বা পালন করা যাবে কি??
  • রাসূল (সাঃ) এর সর্বশেষ অসুস্থ্যতার তাৎপর্য

আখেরি চাহার সোম্বা সম্পর্কিত বিদাত 

আখেরি চাহার সোম্বা সম্পর্কে বিশেষ কোন সালাত অথবা সিয়াম পালনের কোন হাদিস পাওয়া যায় না। সফর মাসের বিশেষ কোন রাতে অথবা দিনে কোন প্রকারের বিশেষ নামাজের জন্য বিশেষ সওয়াবের অথবা ফজিলতের কোন হাদিস বর্ণিত হয়নি। সফরে মাস কে কেন্দ্র করে অনেক মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার মুসলিম সমাজে প্রচলিত রয়েছে। এই মাসে বিশেষ কোন আমলের বিশেষ ফজিলত এর বিষয়ে যা কিছু বলা হয়ে থাকে সবই বানোয়াট এবং ভিত্তিহীন কথা।

যেই সফর মাসে আখেরি চাহার সোম্বা অনুষ্ঠিত হয়েছে সেই সফল মাস কে ঘিরে অনেক অপপ্রচার এবং কুসংস্কার রয়েছে। কোন প্রকার স্থান-কাল পাত্র অথবা কাজকেও অশুভ অথবা অমঙ্গলজনক মনে করা ইসলামিক দিক থেকে গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য যে, যায়রে যুগ থেকে সফর মাস কে অমঙ্গলজনক এবং সংকটের মাস বলে আখ্যায়িত করেছিল তৎকালীন আরবের মানুষেরা। তাদের এসব কুসংস্কারের প্রতিবাদস্বরুপ ূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন- 

لاَ طِيَرَةَ ، وَلاَ هَامَةَ وَلاَ صَفَرَ
"(সফর মাসের অশুভত্বের কোন অস্তিত্ব নেই, কোন প্রকার ও মঙ্গল নেই, কোন প্রকার ভুত-প্রেত বা অতৃপ্ত আত্মা বলে কিছু নেই)"

কিন্তু আফসোসের বিষয় হচ্ছে মুসলিম সমাজের মধ্যে সেই জাহেলী যুগের কুসংস্কার এখন পর্যন্ত রয়ে গেছে। এই সকল কুসংস্কারকে আরো ভালোভাবে মুসলিম উম্মাহের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য অনেক প্রকার বানোয়াট এবং জাল হাদিস তৈরি করে প্রচার করা হচ্ছে। এ সকল জাল হাদিসগুলোর মধ্যে প্রচার করা হয়ে থাকে যে এই মাস নাকি বিপদের মাস, এই মাসে নাকি আদি পিতা হযরত আদম (আ:) আল্লাহর নিষেধকৃত গাছের ফল খেয়েছিলেন। এই মাসে একটি মনগড়া নির্দিষ্ট সংখ্যক বালা মুসিবত নাযিল হয় এ সম্পর্কেও তারা বলে থাকেন।

এই মাসে নাকি ইতিহাসের হাবিল নিহত হয়েছিলেন। এই মাসে নাকি হযরত নূহ (আঃ) এর কম ধ্বংস হয়েছিল। এই মাসেই নাকি হযরত ইব্রাহিম (আঃ) কে আগুনে ফেলা হয়েছিল এবং এই মাসে আগমনে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুশি হতেন এবং এই মাস চলে গেলে নাকি তিনি খুশি হয়ে এরকম বলতেন যে,
مَنْ بَشَّرَنِيْ بِخُرُوْجِ صَفَرٍ بَشَّرْتُهُ بِالْجَنَّةِ (بِدُخُوْلِ الْجَنَّةِ)
"(যে ব্যাক্তি আমাকে সফরে মাস অতিক্রান্ত হওয়ার সুসংবাদ দিবে তাকে আমি জান্নাতে প্রবেশ করার সংবাদ দিব)" এ ধরনের আরো বানোয়াট কথাবার্তার অপপ্রচার চালানো হয়। তবে খুশির বিষয় এই যে আমাদের দেশের আলেম, মুফতি- মুহাদ্দিসগণ একমত পোষণ করেছেন যে, সফর মাস কে ঘিরে এই সকল অপপ্রচার এবং বানোয়াট জাল হাদিসের সকল পেশকৃত তথ্য মিথ্যা এবং ভিত্তিহীন।

আখেরি চাহার সোম্বা পালন করা যাবে কি??

আপনারা হয়তো বিভিন্ন রকম জাল হাদিস দেখে থাকতে পারেন যেখানে বুধবারকে অশুভ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং যেকোনো মাসের শেষের বুধবারকে অমঙ্গল হিসেবে উপস্থাপন করা হয়েছে। এবং সফর মাসের শেষ বুধবারকে আরো অধিক সংকটপূর্ণ এবং অমঙ্গলজনক এবং বালা মুসিবত নাযিলের দিন বলে আখ্যায়িত করা হয়। এসব ভিত্তিহীন বানোয়াট কথাবার্তা অনেক সরল প্রাণ ব্যক্তি বর্গগণ বিশ্বাস করে থাকেন।

তাদের প্রচারকৃত বার্তাগুলো এরকম যে, "(সফর মাসে নাকি এক লক্ষ ২০ হাজার বালা মসিবত নাযিল হয়ে থাকে এবং আখেরি চাহার সোম্বার দিনে অর্থাৎ সফর মাসের শেষ বুধবারে সবথেকে বেশি বালা মুসিবত নাযিল হয় )" অতএব যে ব্যক্তি বিশেষ নিয়মে চার রাকাত সালাত আদায় করবে আল্লাহ তা'আলা তাকে ওই বালা মুসিবত হতে রক্ষা করবে এবং পরবর্তী বছর পর্যন্ত তাকে হেফাজত করবে। এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন কথাবার্তা।


রাসূল (সাঃ) এর সর্বশেষ অসুস্থ্যতার তাৎপর্য




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পোষ্ট পড়ে আমাদেরকে আপনার মূল্যবান মন্তব্য লিখুন। আপনাদের প্রতিটি কমেন্ট রিভিও করা হয়

comment url