আজকের রাশিফল ২০ আগষ্ট ২০২৩ - আজকের ভাগ্যচক্র

আজকের দিনে জন্মগ্রহণকারী ব্যাক্তিগণ বিশেষণ পদ অনুজায়ি সিংহ রাশির জাত অধিকারি ব্যাক্তি। আজকের দিনে জন্মগ্রহণকারী ব্যক্তি গণের ওপর আজকে গ্রহ পিতা রবি ন্যায়ের দেবতা, শনি ও বুদ্ধির দেবতা বুধের প্রভাব বিদ্যমান রয়েছে। আজকের দিনে আপনি জন্মগ্রহণ করে থাকলে আপনার সঙ্গে মকর রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। আপনার ভ্রমণ শুভকার্য হবে। রাগ, জেদ, হট মেজাজি সিদ্ধান্ত বর্জন করার আবশ্যকতা রয়েছে।কর্মচারী ও শ্রমিকদের মনে মালিক প্রীতি ভাব জাগ্রত হবে।
আজকের রাশিফল ২০ আগষ্ট ২০২৩ - আজকের ভাগ্যচক্র

পেইজ সুচিপত্রঃ- আজকের রাশিফল ২০ আগষ্ট ২০২৩ - আজকের ভাগ্যচক্র

মকর রাশি (২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি)

যেসব ব্যক্তিবর্গগণ ২১ ডিসেম্বর হতে ১৯ শে জানুয়ারির মধ্যে জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের রাশি হইতেছে মকর রাশি। আজকের দিনে মকর রাশির ক্ষেত্রে শারীরিক অবস্থা বিশেষ ভালো না থাকায় কোন কাজে মন বসবে না। টাকা পয়সার মামলায় কারো উপর অতিরিক্ত বিশ্বাস স্থাপন করা ঠিক হবে না। কর্মচারী ও শ্রমিক গণের মনে মালিক প্রীতি দেখা দেবে। সন্তানগন আজ্ঞাবহ হয়ে থাকবে।

কুম্ভ রাশি (২০ জনুয়ারি - ১৮ ফেব্রুয়ারি)

যেসব ব্যক্তিবর্গগণ ২০ জনুয়ারি - ১৮ ফেব্রুয়ারির মধ্যে জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের রাশি হইতেছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিগণের এর ক্ষেত্রে শিক্ষার্থীদের মন ইউটিউব ফেসবুক প্রেম প্রসঙ্গ ও অনুচিত কার্যক্রমের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। কর্ম ক্ষেত্রে অথবা ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের কোন অর্ডার হাতে আসার অথবা সুযোগ সুবিধা পাওয়ার আশায় আপনার মহাজন আপনার প্রতি প্রসন্ন হতে পারে। আপনার কর্ম ক্ষেত্রে প্রদন্নতি হতে পারে। আপনার পদোন্নতির পথ সুগম হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ)

যেসব ব্যক্তিবর্গগণ ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ এর মধ্যে জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের রাশি হইতেছে মীন রাশি। দাম্পত্য জীবনের দীর্ঘদিনের পারিবারিক কলহ ঝগড়া বিবাদ এর মীমাংসা অথবা নির্বাশন ঘটায় পরিবারে খুশির জোয়ার বইবে। অংশীদারদের কাছ থেকে অথবা সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। আপনার জন্য পেতে রাখা শত্রু ও বিরোধীদলের ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। লম্বা সফর বর্জন করতে হবে।

মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল)

যেসব ব্যক্তিবর্গগণ ২১ মার্চ - ২০ এপ্রিল এর মধ্যে জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের রাশি হইতেছে মেষ রাশি। মেষ রাশির ব্যক্তিগণদের ক্ষেত্রে আজকে কারণে অকারণে ভাই-বোনদের সঙ্গে কলহ বিবাদের সৃষ্টি হবে। প্রায় পূর্ণ হওয়ার যে কোন কাজ মাঝপথে অসমাপ্ত থেকে যাবে। সন্তানদের ভবিষ্যৎ স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে। পুরো বাড়ি অতিথি সমাগমে মুখরিত হয়ে থাকবে।

বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে) 

যেসব ব্যক্তিবর্গগণ ২১ এপ্রিল - ২০ মে এর মধ্যে জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের রাশি হইতেছে বৃষ রাশি। বৃষ রাশি প্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনে আয় উপার্জনের সব পথ খুলে যাবে। নিত্য নতুন চিন্তাভাবনার উন্মোচন ঘটবে। স্বপ্নপূরণের পথ খুলে যাবে। বাণিজ্যিকভাবে সফর লাভদায়ক হবে। সফরকালীন বন্ধুত্ব সারা জীবনের জন্য পাথেয় হবে। শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা বিনষ্ট হবে।

মিথুন রাশি (২১ মে - ২০ জুন)

যেসব ব্যক্তিবর্গগণ ২১ মে - ২০ জুন এর মধ্যে জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের রাশি হইতেছে মিথুন রাশি। মিথুন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনে হাত বাড়ালেই সফলতার আনন্দে মনে খুসির জোয়ার বইবে।গৃহবাড়িতে নতুন নতুন বস্ত্রালংকার অথবা ইলেকট্রনিক্স আসবাবপত্র সামগ্রীর পশরা সাজবে।আজকে রোপন করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল প্রদান করবে ও বিপদের সময় ছায়া দিয়ে রক্ষা করবে।

কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই)

যেসব ব্যক্তিবর্গগণ ২১ জুন - ২০ জুলাই এর মধ্যে জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের রাশি হইতেছে কর্কট রাশি। কর্কট রাশির ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনে শুভ-অশুভ মিশ্র ফলাফল প্রদান করবে। আয় বুঝবে ব্যয় করতে হবে নইলে সঞ্চয় হাত পড়বে। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে মজুদকৃত মালের দাম বৃদ্ধি পেলেও তা বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে। পরিবারের বয়স্কগণের শরীর-স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি (২১ জুলাই - ২০ আগস্ট)

যেসব ব্যক্তিবর্গগণ ২১ জুলাই - ২০ আগস্ট এর মধ্যে জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের রাশি হইতেছে সিংহ রাশি। সিংহ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে সুনাম অর্জন এবং পদোন্নতির পথ সুগম হবে। অংশীদারদের সঙ্গে দীর্ঘদিনের মনোমালিন্য দূর হবে। বিদেশ গমন অথবা স্বদেশ প্রত্যাবর্তন একইভাবে শুভ ফল প্রদান করবে। বিদ্যা শিক্ষায় ব্রতীদের জন্য খুব ভালো সুযোগ অপেক্ষা করবে।

কন্যা রাশি (২১ আগস্ট - ২২ সেপ্টেম্বর)

যেসব ব্যক্তিবর্গগণ ২১ আগস্ট - ২২ সেপ্টেম্বর এর মধ্যে জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের রাশি হইতেছে কন্যা রাশি। কন্যা রাশির ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনে কর্মসংস্থান অথবা অর্থ মুখ্য সুনাম প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। দূর থেকে আসা সংবাদের পুরো পরিবারে খুশির আমেজ বইবে। যে কোন বিনিয়োগের ক্ষেত্রে যেমন লটারি ফটকা জুয়া রেস শেয়ার হাউজিং ইত্যাদি প্রভৃতিতে বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে।

তুলা রাশি (২০ সেপ্টেম্বর - ২২ অক্টোবর)

যেসব ব্যক্তিবর্গগণ ২০ সেপ্টেম্বর - ২২ অক্টোবর এর মধ্যে জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের রাশি হইতেছে তুলা রাশি। তুলা রাশির ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনে দুর্যোগের দিনের অবসান ঘটবে এবং  সুদিনের সূর্য উদয় হবে। যেই কাজে হাত দিবেন সেই কাজেই কমবেশি সফলতা প্রাপ্ত হওয়ার আশা রয়েছে। আজকের দিনে বন্ধুত্ব প্রেম ভ্রমণ বিনোদন শুভ ফলদায়ক হবে এবং সুদূর প্রসারী হবে। রাগ জেদ অহংকার আবেগ ইত্যাদি বর্জন করতে হবে।

বৃশ্চিক রাশি ( ২৩ অক্টোবর - ২১ নভেম্বর)

যেসব ব্যক্তিবর্গগণ ২৩ অক্টোবর - ২১ নভেম্বর এর মধ্যে জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের রাশি হইতেছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনে অর্থকরী হাতে আসার পূর্বেই তা খরচের রাস্তা তৈরি হয়ে যাবে। কেসকাচারি মামলা মোকদ্দমায় শ্রম অর্থ দুটোই অযথা ব্যয় হবে এবং ফলাফল শূন্য হবে। বিপদের সময় বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন কাউকে পাশে পাওয়া যাবে না।

ধনু রাশি (২২ নভেম্বর - ২০ ডিসেম্বর)

যেসব ব্যক্তিবর্গগণ ২২ নভেম্বর - ২০ ডিসেম্বর এর মধ্যে জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের রাশি হইতেছে ধনু রাশি। ধনু রাশির ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনে অত্যাবশ্যকীয় হয়ে যাওয়া বিবাহে যেকোনো ধরনের বাধা এসে হাজির হবে। দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রতিষ্ঠার অধ্যায় তাজা হয়ে উঠবে। কর্মক্ষেত্র অথবা ব্যবসা বাণিজ্য বড় কোন সুখবর পাওয়ায় মহাজন আপনার প্রতি প্রসন্ন হবে

ভূমিকাঃ- আজকের রাশিফল ২০ আগষ্ট ২০২৩ - আজকের ভাগ্যচক্র। প্রতিদিনের রাশিফল - ভাগ্যচক্র প্রতিদিন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে ধন্যবাদান্তে এ্যাগার্ড বাসি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পোষ্ট পড়ে আমাদেরকে আপনার মূল্যবান মন্তব্য লিখুন। আপনাদের প্রতিটি কমেন্ট রিভিও করা হয়

comment url