আজকের রাশিফল ২১ আগষ্ট ২০২৩ - আজকের ভাগ্যচক্র
আজকের এই দিনে জন্মগ্রহণ করা ব্যক্তিগণ বিশেষণ পদ অনুযায়ী সিংহ রাশির জাত
ব্যাক্তি। আজকের দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিগণের উপর আজ গ্রহবিতা রবি, ন্যায়ের
দেবতা শনি, ও বুদ্ধির দেবতা বুধের প্রভাব বিদ্যমান রয়েছে।
আজকের দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিগণের জন্য ভ্রমন শুভ। যেকোনো প্রকার রাগ
এবং হট্টগোল সৃষ্টিকারী সিদ্ধান্ত বর্জন করা অত্যাবশ্যকীয়। আপনার সাথে মকর রাশির
বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। মালিক প্রীতি জাগ্রত হবে কর্মচারীদের মনে। আপনার
ভ্রমণ শুভ রয়েছে।
পেইজ সূচিপত্রঃ- আজকের রাশিফল ২১ আগষ্ট ২০২৩ - আজকের ভাগ্যচক্র
- মকর রাশি (২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি)
- কুম্ভ রাশি (২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি)
- মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ)
- মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল)
- বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে)
- মিথুন রাশি (২১ মে - ২০ জুন)
- কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই)
- সিংহ রাশি (২১ জুলাই - ২০ আগষ্ট)
- কন্যা রাশি (২১ আগষ্ট - ২২ সেপ্টেম্বর)
- তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর)
- বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর - ২১ নভেম্বর)
- ধনু রাশি (২২ নভেম্বর - ২০ ডিসেম্বর)
মকর রাশি (২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি)
২১ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি এর যাহারা জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের
রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আজকের এই দিনে শারীরিক অবস্থা বিশেষ
ভালো না থাকায় কোন কাজে মন বসবে না। সন্তানগন অজ্ঞাবহ হয়ে রবে।
কর্মচারী গণদের মনে মালিক প্রীতি দেখা দেবে। মকর রাশির ক্ষেত্রে আজকে অর্থকরির
মামলায় কাহাকেও অতিরিক্ত বিশ্বাস করা অনুচিত হবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি)
২০ শে জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তিগণ কুম্ভ রাশির
অধিকারী। কুম্ভ রাশির ক্ষেত্রে আজ কর্ম ক্ষেত্রে অথবা ব্যবসা বাণিজ্যের মধ্যে বড়
কোন সুযোগ-সুবিধা বা অর্ডার আসার দারুণ মহাজন আপনার প্রতি প্রসন্ন হবে এবং
কর্মক্ষেত্রে আপনার পদোন্নতির পথ সুগম হবে। কুম্ভ রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে
মন অনুচিত কাজ কর্মের প্রতি বেশি আকৃষ্ট হবে। ভার্চুয়াল জগতের প্রতি
টান বেশি আসবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ)
১৯ ফেব্রুয়ারি থেকে ২০শে মার্চ এর মধ্যে যারা জন্মগ্রহণ করিয়াছে তাহাদের রাশি
হইতেছে মীন রাশি। মীন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে আজকের এই দিনে লম্বা দূরত্বের
সফর বর্জন করতে হবে। আপনার সহকর্মীদের থেকে অথবা অংশীদারদের কাছ থেকে সহযোগিতা
প্রাপ্ত হবেন। আপনার জন্য পেতে রাখা বিরোধীদলের ফাঁদে তারা নিজেরাই পড়ার
সম্ভাবনা রয়েছে। আপনার দাম্পত্য জীবনে অথবা পারিবারিক জীবনের দীর্ঘদিনের কলহ
বিবাদ এর মীমাংসা ঘটতে পারে এবং গোটা পরিবারে খুশির জোয়ার আসতে পারে।
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল)
একুশে মার্চ হতে ২০ শে এপ্রিলের মধ্যে যারা জন্মগ্রহণ করিয়াছেন তাদের রাশি হচ্ছে
মেষ রাশি। মেশ রাশি প্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনে বাসায় মেহমানের আগমন
ঘটতে পারে। এবং পুরো বাসা অতিথি সমাগমে মুখরিত হতে পারে। মেষ
রাশির ব্যক্তিদের ক্ষেত্রে আজকে সন্তানাদির ভবিষ্যৎ চিন্তা এবং
বিবাহ সংক্রান্ত এবং শারীরিক দুশ্চিন্তার পরিসমাপ্তি ঘটার আশা রয়েছে। ভাই বোন
অথবা আত্মীয় স্বজনদের সাথে অকারনে মনোমালিন্যতার সৃষ্টি হতে পারে। প্রায়
সমাপ্ত ঘটিত কাজ মাঝপথে অসম্পূর্ণ অবস্থায় রয়ে যেতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে)
একুশে এপ্রিল থেকে ২০শে মে উক্ত তারিখের মধ্যে সারা জন্মগ্রহণ করেছে তাদের রাশি
হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ব্যক্তিগণের ক্ষেত্রে আজকে মাথায় নিত্য নতুন
চিন্তাভাবনার উন্মোচন ঘটতে পারে। স্বপ্নপূরণের পথ সহজ হবে। ধনসম্পদ উপার্জনের পথ
উন্মুক্ত হবে। বাণিজ্যিক সফরে লাভবান হবে। ভ্রমণ কালের কোন বন্ধুত্ব সারা জীবনের
জন্য পাথেয় হবে। শত্রুপক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ হবে।
মিথুন রাশি (২১ মে - ২০ জুন)
একুশে মেয়ে হইতে ২০ শে জুন উক্ত তারিখের মধ্যে যারা জন্মগ্রহণ
করেছেন তাদের রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি প্রাপ্ত
ব্যক্তিদের জন্য আজকে যে কোন কাজে হাত বাড়ালেই সফল হওয়ার আনন্দে
মন খুশি হয়ে যেতে পারে। আজকে রোপনকৃত বৃক্ষ খুবই শুভ। ভবিষ্যতে আপনাকে ফুল
ফল এবং আপদকালীন সময়ে ছায়া দিয়ে আপনাকে বাঁচাবে। অর্থাৎ আজকের দিনে
ভবিষ্যতের জন্য ভালো কিছু করার চেষ্টা করুন। বাসায় নিত্যনতুন পণ্য
সামগ্রীর আগমন ঘটতে পারে।
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই)
একুশে জুন হতে ২০ শে জুলাই এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের রাশিফল হচ্ছে
কর্কট রাশি। কর্কট রাশি প্রাপ্ত ব্যাক্তিদের ক্ষেত্রে আজকে শুভ-অশুভ মিশ্র
ফল প্রদান করার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশি প্রাপ্ত ব্যক্তিগণদের আজকে আয় বুঝে
ব্যয় করা উচিত নইলে সঞ্চিত সম্পদে হাত পড়তে পারে। পরিবারে কোন বয়স্ক ব্যাক্তি
থাকলে শারীরিক অবস্থা খারাপ দেখা দিতে পারে। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে
মজুদকৃত মাল চওড়া দামে বিক্রি করলেও তা ঘরে তোলা কঠিন হয়ে দাঁড়াবে।
সিংহ রাশি (২১ জুলাই - ২০ আগষ্ট)
একুশে জুলাই হতে ২০ শে আগস্ট উপ তারিখের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদের রাশি
হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি প্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে বিদেশ ভ্রমণ অথবা
স্বদেশ প্রত্যাবর্তন শুভ ফল প্রদান করবে। বিদ্যা শিক্ষা ব্রতীদের
জন্য বড় কোন সুযোগ অপেক্ষা করবে। কর্মক্ষেত্রে সুনাম অর্জন হতে পারে এবং
পদোন্নতির পথ সুগম হবে। কর্মক্ষেত্রে কলীগগণ অথবা যেকোনো অংশীদারদের সঙ্গে
দীর্ঘদিনের মনোমালিন্যতা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে।
কন্যা রাশি (২১ আগষ্ট - ২২ সেপ্টেম্বর)
২১ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর উক্ত তারিখের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদের রাশি
হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি প্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে আজকে দূরের কোন
সুসংবাদ প্রাপ্তির আশা রয়েছে এবং পরিবারের খুশির আমেজ ঘটতে পারে। যে কোন
প্রকার বিনিয়োগ ব্যবসা ঘাতক বলে প্রমাণিত হতে পারে। কর্ম অর্থ
মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠার কড়া নড়তে পারে। লটারি ফটকা জুয়া
ইত্যাদি সেক্টরে আর্থিক বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর)
২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদের রাশি
হচ্ছে তুলা রাশি। তুলা রাশি প্রাপ্ত ব্যক্তিদের জীবনে আজকে দুর্দিনের কালো মেঘ
সরে গিয়ে শুভদিনের নতুন সূর্য উদয় হবে। তুলা রাশি প্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে
আজকে প্রেম বন্ধুত্ব ভ্রমণ এবং বিনোদন শুভ এবং সুদূরপ্রসারী হবে। রাগ জেদ অহংকার
আবেগ বর্জন করা অবশ্যক। আপনার আগমনী শুভ যে কাজে হস্তক্ষেপ করবেন তাতেই সফল
হওয়ার আশা রয়েছে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর - ২১ নভেম্বর)
২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বরের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদের রাশি হচ্ছে
বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি প্রাপ্তগণদের রাশিফল অনুযায়ী আজকের ভাগ্যচক্র হচ্ছে
হাতে টাকা পয়সা পাওয়ার আগেই তা খরচের রাস্তা তৈরি হয়ে যাবে। সংকটকালীন সময়ে
একা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলা মোকাদ্দামা অথবা
কেসকাচারির বিষয়বস্তুর ওপর অর্থশ্রম ব্যয় করা বিফলে যাবে। সংকটকালে কাউকে
পাশে পাওয়া যাবে না।
ধনু রাশি (২২ নভেম্বর - ২০ ডিসেম্বর)
২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদের রাশি হচ্ছে
ধনু রাশি। ধনু রাশি প্রাপ্ত গণদের ক্ষেত্রে আজকের ভাগ্যচক্র হচ্ছে দাম্পত্য
জীবনের সুখ শান্তি প্রতিষ্ঠা হওয়ার আশা রয়েছে। নির্ধারিত নিশ্চিত বিয়েতে কোন
না কোন বাধা এসে হাজির হতে পারে। কর্মক্ষেত্রে অথবা ব্যবসা বাণিজ্যের মধ্যে বড়
কোন সুযোগ-সুবিধা হাতে আসার কারণে মহাজনের সান্নিধ্য পেতে পারেন।
আজকের ভাগ্যচক্র শেষ কথা
রাশিফল অথবা ভাগ্যচক্র এমন একটি জিনিস যারা এটিকে বিশ্বাস করে তাদের কাছে এটি
অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিদিনের রাশিফল নিয়মিত দেখতে চোখ
রাখুন আমাদের ওয়েবসাইটে। বিভিন্ন ওয়েবসাইট অথবা পেপার পত্রিকার মাধ্যমে
আপনারা রাশিফল অথবা ভাগ্যচক্র দেখে নিতে পারেন। নির্ভেজাল যুক্ত এবং অতি সহজকৃত
উপস্থাপনার মাধ্যমে রাশিফল দেখতে চাইলে নিয়মিত চোখ রাখুন (এ্যাসগার্ড বিডি ডট কম) এই ওয়েবসাইটে।
পোষ্ট পড়ে আমাদেরকে আপনার মূল্যবান মন্তব্য লিখুন। আপনাদের প্রতিটি কমেন্ট রিভিও করা হয়
comment url