সরকারি ছুটির তালিকা ২০২৩ - সকল ছুটির তালিকা ২০২৩

বি-দ্রঃ চলতি বছরের সরকারি ছুটির তালিকা ২০২৩ সম্পর্কে জানতে শেষ পর্যন্ত পড়ুন👇👇

এখানে সরকারি ছুটির তালিকা ২০২৩ সালের সকল ছুটির তালিকা দেয়া আছে।আপনি যদি চলতি বছর সরকারি ছুটির তালিকা ২০২৩ সালের সকল ছুটিগুলো একসাথে দেখে নিতে চান তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য।চলুন তাহলে দেখে নেওয়া যাক সরকারি ছুটির তালিকা ২০২৩ ---------
সরকারি ছুটির তালিকা ২০২৩ - সকল ছুটির তালিকা ২০২৩
এখানে চলতি বছর ২০২৩ সালের সকল সরকারি ছুটির তালিকা উপস্থাপন করা হয়েছে। সরকারি ছুটি বলতে যে সব দিন গুলোতে সারা দেশের সকল সরকারি প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকবে সে সব ছুটিকে বোঝায়।

বি-দ্রঃ চলতি বছরের সরকারি ছুটির তালিকা ২০২৩ সম্পর্কে জানতে পড়া চালিয়ে যান👇👇

এখানে সে সকল সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে যেসব দিনগুলোতে সারা দেশে সকল সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।জনপ্রশাসন মন্ত্রনালয় ২০২৩ সালের সকল সরকারি ছুটির তালিকা প্রকাশ করে বিজ্ঞাপন জারি করেছে । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক যে সকল প্রতিষ্ঠান গুলো যে সকল দিনগুলোতে বন্ধ থাকবে তা জানতে নিচে পড়ুন।

বি-দ্রঃ সরকারি ছুটির তালিকা ২০২৩ - সকল ছুটির তালিকা ২০২৩ সম্পর্কে জানতে পড়া চালিয়ে যান👇👇

এখানে সরকারি ছুটির তালিকা ২০২৩ সালের সে সকল ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে যে সকল ছুটিগুলো বাংলাদেশের সকল সরকারি অথবা আধা সরকারি অফিস (দপ্তর), স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা সমূহ গুলোর ওপর নিম্নক্ত ছুটি প্রযোজ্য হবে।

বি-দ্রঃ সরকারি ছুটির তালিকা ২০২৩ - সকল ছুটির তালিকা ২০২৩ সম্পর্কে জানতে পড়া চালিয়ে যান👇👇

জনাব মোঃ মসিউর রহমান তালুকদার জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব রাষ্ট্রপতির আদেশক্রমে এই বিজ্ঞাপনটি জারি করেন ১লা নভেম্বর ২০২২ উক্ত তারিখে।এর আগে সরকারি প্রতিষ্ঠানসমূহের ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৩১ অক্টোবর ২০২২ তারিখে।

বি-দ্রঃ সরকারি ছুটির তালিকা ২০২৩ - সকল ছুটির তালিকা ২০২৩ সম্পর্কে জানতে পড়া চালিয়ে যান👇👇

জনপ্রশাসন মন্ত্রণালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধার্য করা ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী চলতি বছর ২০৩০ সালে দেশের সকল সরকারি দপ্তর মোট ৫১ দিন ছুটি পাবে। এক্ষেত্রে সাপ্তাহিক ছুটির দিনগুলোর মধ্যে পড়েছে ১৭ টি ছুটি। অতএব ৫১ থেকে ১৭ বাদ দিলে দাঁড়ায় ৩৪ টি ছুটি। সুতরাং সরকারি প্রতিষ্ঠানগুলো ছুটি পাবে মোট ৩৪ দিন।

বি-দ্রঃ সরকারি ছুটির তালিকা ২০২৩ - সকল ছুটির তালিকা ২০২৩ সম্পর্কে জানতে পড়া চালিয়ে যান👇👇

সাধারণ নির্বাহী আদেশে সরকারি অফিস ছুটি থাকবে মোট ২২ দিন। কিন্তু এই ২২ টি ছুটির মধ্যে আট টি ছুটি শুক্র ও শনিবারে পড়েছে। সে দিক থেকে লক্ষ্য করলে দেখা যায় সাপ্তাহিক ছুটির দিনগুলো ব্যতীত মোট ১৪ দিন সরকারি দপ্তরগুলো বন্ধ থাকবে।

সরকারি প্রতিষ্ঠানের জন্য যেসকল ছুটি গুলো ধার্য করা হয়েছে তার তালিকা নিচে দেওয়া হলঃ-


  1. বৌদ্ধ পর্বের ঐচ্ছিক ছুটি রয়েছে মোট পাঁচ দিন। একদিন সাপ্তাহিক ছুটি সহ।
  2. খ্রিস্টান পর্বের ঐচ্ছিক ছুটি রয়েছে মোট আট দিন। দুইদিন সাপ্তাহিক ছুটি সহ।
  3. হিন্দু পর্বের ঐচ্ছিক ছুটি রয়েছে মোট নয় দিন। তিন দিন সাপ্তাহিক ছুটি সহ।
  4. মুসলিম পর্বের ঐচ্ছিক ছুটে রয়েছে মোট পাঁচ দিন। দুইদিন সাপ্তাহিক ছুটি সহ।
  5. নির্বাহী আদেশের সরকারি ছুটি রয়েছে মোট আট দিন। চারদিন সপ্তাহিক ছুটি সহ।
  6. সাধারণ ছুটি রয়েছে মোট ১৪ দিন। ৪ দিন সাপ্তাহিক ছুটি সহ।
  7. একদিন বিশেষ ছুটি রয়েছে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী দের অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য

এখানে নিচে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ধার্য করা ছুটির তালিকা উপস্থাপন করা হয়েছে। ২০২৩ সালের বাংলাদেশের সকল সরকারি অথবা আধা সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্ত শাসিত সংস্থা সমূহে সরকারের আদেশে নিম্নোক্ত ছুটি পালন করা হবে।

বি-দ্রঃ সরকারি ছুটির তালিকা ২০২৩ - সকল ছুটির তালিকা ২০২৩ সম্পর্কে জানতে পড়া চালিয়ে যান👇👇
                                                        

   সাধারণ ছুটি

  • শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি ২০২৩- ০৮ ফাল্গুন ১৪২৯- ১দিন।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস- শুক্রবার ১৭ মার্চ ২০২৩- ০৩ চৈত্র ১৪২৯- ১ দিন।
  • স্বাধীনতা ও জাতীয় দিবস- রবিবার ২৬ শে মার্চ ২০২৩- ১২ চৈত্র ১৪২৯- ১ দিন।
  • জুমাতুল বিদা- শুক্রবার ২১ এপ্রিল ২০২৩- ০৮ বৈশাখ ১৪৩০- ১ দিন।
  • ঈদ-উল-ফিতর = শনিবার ২২ এপ্রিল ২০২৩ = ০৯ বৈশাখ ১৪৩০ = ১ দিন।
  • মে দিবস = সোমবার ০১ মে ২০২৩ = ১৮ বৈশাখ ১৪৩০ = ১দিন।
  • বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) = বৃহস্পতিবার ০৪ মে ২০২৩ = ২১ বৈশাখ ১৪৩০ = ১দিন।
  • ঈদ-উল-আজাহা = বৃহস্পতিবার ২৯ জুন ২০২৩ = ১৫ আষাড় ১৪৩০ = ১ দিন।
  • জাতীয় শোক দিবস = মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩ = ৩১ শে শ্রাবণ ১৪৩০ = ১ দিন।
  • জন্মাষ্টমী = বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ = ২২ ভাদ্র ১৪৩০ = ১ দিন।
  • ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) = বৃহস্পতিবার ২৮শে সেপ্টেম্বর ২০২৩ = ১৩ আশ্বিন ১৪৩০ = ১ দিন।
  • দুর্গাপূজা(বিজয়া দশমী) = মঙ্গলবার ২৪ শে অক্টোবর ২০২৩ = ০৮ কার্তিক ১৪৩০ = ১ দিন।
  • বিজয় দিবস = শনিবার ১৬ ডিসেম্বর ২০২৩ = ০১ পৌষ ১৪৩০ = ১ দিন।
  • যীশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) = সোমবার ২৫শে ডিসেম্বর ২০২৩ = ১০ এ পৌষ ১৪৩০ = ১ দিন।
     
বি-দ্রঃ চলতি বছরের সরকারি ছুটির তালিকা ২০২৩ সম্পর্কে জানতে পড়া চালিয়ে যান👇👇   

 নির্বাহী আদেশে সরকারি ছুটি

  • শব-ই-বরাত = বুধবার ০৮ মার্চ ২০২৩ = ২৩ ফাল্গুন ১৪২৯ = ১ দিন।
  • নববর্ষ = শুক্রবার ১৪ এপ্রিল ২০২৩ = ০১ বৈশাখ ১৪৩০ = ১ দিন।
  • শব-ই-কদর = বুধবার ১৯ এপ্রিল ২০২৩ = ০৬ বৈশাখ ১৪৩০ = ১ দিন।
  • ঈদ-উল-ফিতর, ঈদ-উল-ফিতর এর পূর্বের ও পরের দিন = শুক্রবার ২১ এপ্রিল ২০২৩ এবং রবিবার ২৩ এপ্রিল ২০২৩ = ১০ বৈশাখ ১৪৩০ এবং ০৮ বৈশাখ ১৪৩০ = ২ দিন।
  • ঈদ-উল-আজাহা, ঈদ-উল-আজাহা এর পূর্বের ও পরের দিন  = বুধবার ২৮ জুন ২০২৩ এবং শুক্রবার ৩০ জুন ২০২৩ = ১৪ আষাড় ১৪৩০ এবং ১৬ আষাড় ১৪৩০ = ২ দিন।
  • আশুরা = শনিবার ২৯ জুলাই ২০২৩ = ১৪ শ্রাবন ১৪৩০ = ১ দিন।
      
 বি-দ্রঃ চলতি বছরের সরকারি ছুটির তালিকা ২০২৩ সম্পর্কে জানতে পড়া চালিয়ে যান👇👇

ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব)

  • শব-ই-মিরাজ = রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩ = ০৬ ফাল্গুন ১৪২৯ = ১ দিন।
  • ঈদ-উল-ফিতর এবং ঈদের পরের দ্বিতীয় দিন = সোমবার ২৪ এপ্রিল ২০২৩ = ১১ বৈশাখ ১৪৩০ = ১ দিন।
  • ঈদ-উল-আজাহা এবং ঈদের পরের দ্বিতীয় দিন = শনিবার ০১ জুলাই ২০২৩ = ১৭ আষাড় ১৪৩০ = ১ দিন।
  • আখেরি চাহার সোম্বা = বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ = ২৯ ভাদ্র ১৪৩০ = ১ দিন।
  • ফাতেহা-ই-ইয়াজদাহাম = শুক্রবার ২৭ অক্টোবর ২০২৩ = ১১ কার্তিক ১৪৩০ = ১ দিন।
        
বি-দ্রঃ চলতি বছরের সরকারি ছুটির তালিকা ২০২৩ সম্পর্কে জানতে পড়া চালিয়ে যান👇👇

ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব)

  • শ্রী শ্রী সরস্বতী পূজা = বৃহস্পতিবার ২৬ জানুয়ারি ২০২৩ = ১২ মাঘ ১৪২৯ = ১ দিন।
  • শ্রী শ্রি শিবরাত্রি ব্রত = শনিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৩ = ০৫ ফাল্গুন ১৪২৯ = ১ দিন।
  • দোলযাত্রা = মঙ্গলবার ৭ মার্চ ২০২৩ = ২২ ফাল্গুন ১৪২৯ = ১ দিন।
  • শ্রি শ্রি হরিদাস ঠাকুরের আবির্ভাব = রবিবার ১৯ মার্চ ২০২৩ = ০৫ চৈত্র ১৪২৯ = ১ দিন।
  • মহালয়া = শনিবার ১৪ অক্টোবর ২০২৩ = ২৯ আশ্বিন ১৪৩০ = ১ দিন।
  • শ্রি শ্রি দুর্গা পূজা (অষ্টমি ও নবমী) = রবিবার ২২ অক্টবর ২০২৩ এবং সোমবার ২৩ অক্টোবর ২০২৩ = ০৬ কার্তিক ১৪৩০ এবং ০৭ কার্তিক ১৪৩০ = ২ দিন।
  • শ্রি শ্রি লক্ষী পূজা = শনিবার ২৮ অক্টবর ২০২৩ = ১২ কার্তিক ১৪৩০ = ১ দিন।
  • শ্রি শ্রি শ্যামা পূজা = রবিবার ১২ নভেম্বর ২০২৩ = ২৭ কার্তিক ১৪৩০ = ১ দিন।
       
বি-দ্রঃ চলতি বছরের সরকারি ছুটির তালিকা ২০২৩ সম্পর্কে জানতে পড়া চালিয়ে যান👇👇

 ঐচ্ছিক ছুটি (খ্রিষ্টান পর্ব)

  • ইংরেজি নববর্ষ = রবিবার ০১ জানুয়ারি ২০২৩ = ১৭ পৌষ ১৪২৯ = ১ দিন।
  • ভস্ম বুধবার = বুধবার ২২ ফেব্রুয়ারি ২০২৩ = ০৯ ফাল্গুন ১৪২৯ = ১ দিন।
  • পুন্য বৃহস্পতিবার = বৃহস্পতিবার ০৬ এপ্রিল ২০২৩ = ২৩ চৈত্র ১৪২৯ = ১ দিন।
  • পুন্য শুক্রবার = শুক্রবার ০৭ এপ্রিল ২০২৩ = ২৪ চৈত্র ১৪২৯ = ১ দিন।
  • পুন্য শনিবার = শনিবার ০৮ এপ্রিল ২০২৩ = ২৫ চৈত্র ১৪২৯ = ১ দিন।
  • ইষ্টার সানডে = রবিবার ০৯ এপ্রিল ২০২৩ = ২৬ চৈত্র ১৪২৯ = ১ দিন।
  • যিশু খ্রিষ্টের জন্মদিন (বড় দিন পূর্বের ও পরের দিন) = রবিবার ২৪ ডিসেম্বর ২০২৩ এবং মঙ্গলবার ২৬ ডিসেম্বর ২০২৩ = ০৯ পৌষ ১৪৩০ এবং ১১ পৌষ ১৪৩০ = ২ দিন।

   ঐচ্ছিক ছুটি(বৌদ্ধ পর্ব)

  • মাঘী পূর্নিমা = রবিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৩ = ২২ মাঘ ১৪২৯ = ১ দিন।
  • চৈত্র সংক্রান্তি = বৃহস্পতিবার ১৩ এপ্রিল ২০২৩ = ৩০ চৈত্র ১৪২৯ = ১ দিন।
  • আষাঢ়ী পুর্ণিমা = মঙ্গলবার ০১ আগষ্ট ২০২৩ = ১৭ শ্রাবণ ১৪৩০ = ১ দিন।
  • মধু পুর্ণিমা (ভাদ্র পুর্ণিমা) = বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ = ১৩ আশ্বিন ১৪৩০ = ১ দিন।
  • প্রবারণা পুর্ণিমা (আশ্বিনী পুর্ণিমা) = শনিবার ২৮ অক্টোবর ২০২৩ = ১২ কার্তিক ১৪৩০ = ১ দিন।

ঐচ্ছিক ছুটি(পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য)

  • বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনুরূপ সামাজিক উৎসব = বুধবার ১২ এপ্রিল ২০২৩ এবং শনিবার ১৫ এপ্রিল ২০২৩ = ২৯ শে চৈত্র ১৪২৯ এবং ০ ২ বৈশাখ ১৪৩০ = ২ দিন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
2 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Rine
    Rine August 11, 2023 at 8:22 AM

    Its such a great helpfull post.thankx asgardbd

    • এ্যাসগার্ড বিডি✅
      এ্যাসগার্ড বিডি✅ June 22, 2024 at 9:16 AM

      thanks to you

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পোষ্ট পড়ে আমাদেরকে আপনার মূল্যবান মন্তব্য লিখুন। আপনাদের প্রতিটি কমেন্ট রিভিও করা হয়

comment url