সেলাই মেশিনের দাম - selai masiner dam 2023
এখানে সেলাই মেশিনের দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।সেলাই মেশিন এখন ঘরে
ঘরে প্রয়োজনীয় একটি বস্তু হয়ে উঠেছে। সেলাই মেশিনের দাম সম্পর্কে অনেকেরই প্রশ্ন
থাকে।এই প্রতিবেদনে সেলাই মেশিনের দাম দর নিয়ে আলোচনা থাকবে। তাই পুরো
প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়ুন।👇👇👇
সেলাই মেশিনের দাম ব্লগ পোষ্ট। ছবি
সংগৃহীতঃ 👆👆
সেলাই মেশিন! এটি এমন একটি মেশিন যার সাহায্যে আমরা কত রকমারি পোশাক তৈরি করতে
পারি।আমরা কাপড় তৈরি করতে পারলেও সেই কাপড় থেকে পোশাক তৈরি কতে পারবো না যদি
আমাদের কাছে সেলাই মেশিন না থাকে। সেলাই মেশিনের বিভিন্ন ধরণ রয়েছে।তবে সবগুলোর
কাজ একটাই সেটা হচ্ছে কাপড় সেলাই করা।সব ধরনের মেশিনের দাম জানতে নিচে পড়ুন।👇👇
পেইজ সূচিপত্রঃ- সেলাই মেশিনের দাম - selai masiner dam 2023
সেলাই মেশিনের দাম - ভূমিকা
আজকে এই প্রতিবেদনে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। এই
প্রতিবেদন টি পড়ার মাধ্যমে আপনারা সেলাই মেশিনের দাম ২০২৩ সম্পর্কে জানতে
পারবেন। আরও থাকছে 👇👇
সেলাই মেশিনের বিভিন্ন মডেল- সেলাই মেশিনের বিভিন্ন কম্পানি- সেলাই মেশিনের
প্রকারভেদ- আমাদের দেশে বহুল প্রচলিত সিঙ্গার মেশিনের দাম- এক সময়কার রাজা
বাটারফ্লাই মেশিনের দাম এবং আরো ইত্যাদি।👇
বর্তমান সময়ে ঘরে ঘরে মানুষ কাপড় সেলাইয়ের কাজ করছে। বিশেষ করে আমাদের
মেয়েরা। একটু খেয়াল করলেই দেখতে পাওয়া যাবে প্রায় প্রতিটা বাসায় একটি করে
সেলাই মেশিন রয়েছে।বর্তমান সময়ের মা-বোনেরা অনেক কর্মশীল হয়ে উঠেছে।
আর বেশিরভাগ মানুষি বেছে নিচ্ছে ট্রেইলার্সের কাজ। খুব দ্রুত এবং সহজেই অল্প
সময়ের মধ্যে এই কাজের শিক্ষা অর্জন করা যায়।বর্তমান সরকার দেশের বেকারত্ব
কাটানর জন্য বিভিন্ন সরকারি উদ্যোগ নিয়েছে।
দেশের বেশিরভাগ অঞ্চলে সরকারি আওতাভূক্ত অনেক প্রশিক্ষন কেন্দ্র গড়ে উঠেছে।
এসব প্রশিক্ষন কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন হাতের কাজ শেখানোর
পাশাপাশি তাদেরকে সরকার কতৃক বিভিন্ন অনুদান দেওয়া হয়।
সেলাই মেশিনের দাম - selai masiner dam 2023
সেলাই মেশিন অতীতে যেই দামে বিক্রয় হয়েছে বর্তমানে সেই একই দাম আর নেই। সময়ের
সাথে সাথে সব কিছুর দাম বেড়ে গেছে। আর সেলাই মেশিনের প্রয়োজনীয়তাও আগের তুলনায়
অনেক বেড়ে গেছে।
আমাদের দেশে বেশ কয়েকটা কম্পানির সেলাই মেশিন পাওয়া যায়। এগুলোর একেকটা একেক
দামের হয়ে থাকে।একটি সেলাই মেশিনের দাম ৬ হাজার টাকা থেক শুরু করে লক্ষ্য
লক্ষ্য টাকা পর্যন্ত হতে পারে। হ্যা ঠিক দেখছেন! আপনার হয়ত ধারনা নেই যে আমাদের
দেশের গার্মেন্টস ফ্যাক্টোরি গুলোতে
একেক টি কাপর সেলাই করা মেশিনের দাম লক্ষ্য লক্ষ্য টাকা পর্যন্ত রয়েছে। সেলাই
মেশিন শুধু আগের যুগের সেই পায়ে চালিত মেশিনেই সীমাবদ্ধ নেই। বর্তমান সময়ের
সেলাই মেশিন বিদ্যুৎ চালিত এবং অনেক প্রযুক্তি সম্পন্ন।আরো উন্নত আরো গতি
সম্পন্ন।
আমাদের এই ধাপে আমরা সেলাই মেশিনের বর্তমান বাজার দর আপনাদেরকে জানিয়ে
দিবো।সেলাই মেশিনের বর্তমান বাজার দর জানতে মনযোগ সহকারে পড়তে থাকুন।
আমাদের দেশে পায়ে চালিত যে মেশিন গুলি পাওয়া যায় তার মধ্যে একটি হলো
বাটারফ্লাই। এই বাটারফ্লাই মেশিন বাজারে এক সময় অনেক জনপ্রিয়ো একটি সেলাই মেশিন
হিসেবে পরিচিত ছিলো।এই মেশিনটি এক সময় যেই দামে বিক্রয় হতো সে সময়ের টাকার
মূল্য অনুযায়ি দাম ছিলো।
তবে বর্তমান সময় ২০২৩ সালে এই মেশিন টি ক্রয় করতে হলে এর বর্তমান বাজার মূল্য
হচ্ছে ৭,৫০০ টাকা থেকে শুরু করে ১৪,৪৯৯ টাকা পর্যন্ত হতে পারে। (বিশেষ
দ্রষ্ট্যাব্যঃ স্থান কাল পাত্র ভেদে দাম কিছুটা উঠানামা হতে পারে)
সিঙ্গার মেশিন বর্তমান সময়ের অনেক জনপ্রিয়ো একটি মেশিন হিসেবে খ্যাত।সিঙ্গার
কম্পানির পায়ে চালিত মেশিনের দাম ৭ হাজার টাকা থেকে শুরু। উর্ধে দ্রব্যের গুণগত
মানের উপড় ভিত্তি করে দাম নির্ধারত হতে পারে। (বিশেষ দ্রষ্ট্যাব্যঃ স্থান কাল
পাত্র ভেদে দাম কিছুটা উঠানামা হতে পারে)
ফ্লাইয়িং ম্যান এক সময় বহুল প্রচলিত একটি মেশিন ছিলো এবং এখনও পাওয়া যায়। পায়ে
চালিত ফ্লায়িং ম্যান মেশিনের দাম ৪ হাজার ৮০০ টাকা থেকে ৬ হাজার ৫০০ টাকা বা এর
কম বেশি হতে পারে। (বিশেষ দ্রষ্ট্যাব্যঃ স্থান কাল পাত্র ভেদে দাম কিছুটা
উঠানামা হতে পারে)
বর্তমানে বাজারে ওয়ালটন কম্পানীরও সেলাই মেশিন পাওয়া যাচ্ছে। ওয়ালটন
ব্র্যান্ডের পায়ে চালিত মেশিনের দাম ৪ হাজার টাকা থেকে শুরু করে ৬ হাজার
টাকা পর্যন্ত হতে পারে। (বিশেষ দ্রষ্ট্যাব্যঃ স্থান কাল পাত্র ভেদে দাম কিছুটা
উঠানামা হতে পারে)
বর্তমান বাজারে জুকি নামক ইলেকট্রিক সেলাই মেশিন পাওয়া যায়। এই মেশিনটি
আধুনিক যুগের সেলাই মেশিন। জুকি ব্র্যান্ডের মেশিনের দাম ২২ হাজার
৮০০ টাকা থেকে শুরু করে আনুমানিক ৩৬ হাজারের আশে পাশে হতে পারে।
(বিশেষ দ্রষ্ট্যাব্যঃ স্থান কাল পাত্র ভেদে দাম কিছুটা উঠানামা হতে পারে)
বর্তমান বাজারে জ্যাক কোম্পানির ইলেকট্রিক সেলাই
মেশিন পাওয়া যায়। এটি একটি আধুনিক সময়কার সেলাই মেশিন । প্রথম দিকে
জ্যাক কোম্পানির মেশিনের দাম ১৮ হাজার টাকা ছিল। কিন্তু
বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে দাম এখন বাড়তি। বর্তমানে জ্যাক
কোম্পানির মেশিনের দাম ২৯ হাজার টাকা বা এর আশেপাশে
রয়েছে।(বিশেষ দ্রষ্ট্যাব্যঃ স্থান কাল পাত্র ভেদে দাম কিছুটা উঠানামা হতে
পারে)
বর্তমান বাজারে জজি নামক ইলেকট্রিক সেলাই মেশিন পাওয়া যাচ্ছে। এটিও একটি
আধুনিক যুগের সেলাই মেশিন। জজি সেলাই মেশিনের দাম ২১ হাজার টাকা ছিল কিন্তু
বর্তমানে এই মেশিনটিরও দাম বাড়তি। বর্তমান সময়ে এই মেশিনটি ২৮ হাজার টাকা বা
এর আশেপাশে। (বিশেষ দ্রষ্ট্যাব্যঃ স্থান কাল পাত্র ভেদে দাম কিছুটা উঠানামা হতে
পারে)
সেলাই মেশিনের বিভিন্ন কম্পানি
সেলাই মেশিন উদ্ভাবিত হয়েছিল প্রথম শিল্প বিপ্লবের সময়। তারপর থেকে
বিভিন্ন নামিদামি কোম্পানিগুলো তাদের নিজস্ব খেয়াল খুশির মতো একটার পর
একটা ডিজাইনের সেলাই মেশিন বাজারে ছাড়তে থাকে।
এক্ষেত্রে জাপান এবং চায়না বিভিন্ন মডেলের আধুনিক সব ফিচার
সমৃদ্ধ ইলেকট্রিক সেলাই মেশিন বাজারে উপস্থাপন করেছে। একেকটি কোম্পানির
মেশিনের ধরন এবং ডিজাইনের মধ্যে পার্থক্য রয়েছে। কোন কোম্পানির মেশিনের
ডিজাইনের সাথে আরেকটি কোম্পানির মেশিনের ডিজাইন এবং গুণগতমান একই হবে
না।
বর্তমান বাজারে জ্যাক নামক একটি আধুনিক ইলেকট্রিক সেলাই মেশিন পাওয়া যায়। যার
মূল্য উপরের ধাপে দেয়া আছে। এই সেলাই মেশিনটি একটি আধুনিক যুগের
সেলাই মেশিন।
বর্তমান বাজারে জুকি নামক একটি সেলাই মেশিন পাওয়া যায়। এটিও একটি আধুনিক
যুগের ইলেকট্রিক সেলাই মেশিন। এই সেলাই মেশিনটি গার্মেন্টস এবং বিভিন্ন ধরনের
বড় পোশাক কারখানা গুলোতে বেশি দেখতে পাওয়া যায়।
জুকি হচ্ছে একটি আধুনিক যুগের সেলাই মেশিন। এই মেশিনের নিচে বিশাল একটি
ইলেকট্রিক মটর লক্ষ্য করা যায়। এই মোটর এর সাহায্যে এই মেশিনটি পরিচালিত হয়ে
থাকে। এটি একটি অসাধারণ আধুনিক যুগের ইলেকট্রিক সেলাই মেশিন। এই মেশিনের দাম
ওপরের ধাপে দেয়া আছে।
বর্তমান বাজারে জজি নাম ইলেকট্রিক সেলাই মেশিন পাওয়া যায়। এই
সেলাই মেশিনটি লেটেস্ট মডেলের একটি ইলেকট্রিক সেলাই মেশিন। এই সেলাই মেশিন
টির বর্তমান বাজার মূল্য উপরের ধাপে দেয়া আছে। এটিও বর্তমান প্রজন্মের
চমৎকার একটি সেলাই মেশিন।
পায়ে চালিত সেলাই মেশিনের মধ্যে বাটারফ্লাই নামক একটি মেশিন পাওয়া
যায়। এই মেশিনটি অনেক আগের একটি মেশিন। এটি একটি পায়ে চালিত সেলাই
মেশিন। এটি একটি জনপ্রিয় পায়ে চালিত মেশিন গুলোর মধ্যে একটি।
পায়ে চালিত সেলাই মেশিনের মধ্যে আরেকটি হচ্ছে ফ্লাইংম্যান সেলাই মেশিন।
ফ্লাইংম্যান সেলাই মেশিন যুগ যুগ ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছে। এটি
অনেক আগের একটি সেলাই মেশিন। এটি একটি পায়ের চালিত সেলাই মেশিন। এবং এটি একটি
জনপ্রিয় সেলাই মেশিন।
বাংলাদেশের বাজারে বর্তমান সময়ে এই মেশিনগুলো লক্ষ্য করা যায়। এগুলোর বাইরে
আরো বিভিন্ন ধরনের সেলাই মেশিন থাকতে পারে। সময়ের সাথে সাথে আরও বিভিন্ন
ধরনের সেলাই মেশিন বাজারে আসতে পারে তবে উপরে উল্লেখিত নামকৃত সেলাই
মেশিন গুলো অনেক পরিচিত এবং জনপ্রিয়।
সেলাই মেশিনের বিভিন্ন প্রকারভেদ
সেলাই মেশিন দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে পায়ে চালিত সেলাই মেশিন। অন্যটি
হচ্ছে ইলেকট্রিক সেলাই মেশিন। পায়ে চালিত সেলাই মেশিন গুলো একটি বেল্টের
সাহায্যে সংযুক্ত থাকে। এক্ষেত্রে প্যাডেল করার মাধ্যমে একটি বড় চাকাকে ঘোরানো
হয় এবং সেই বড় চাকার সাথে মেশিনের একটি ছোট চাকা বেল্টের মাধ্যমে
সংযুক্ত থাকে।
তাই প্যাডেল করার মাধ্যমে বড় চাকা ঘুরে এবং বড় চাকার ঘূর্ণন ছোট চাকা
কে ঘুরায় এইভাবে পা দিয়ে প্যাডেল করার মাধ্যমে এই
মেশিনটি চলে। এই পদ্ধতি হচ্ছে এনালগ পদ্ধতি। বর্তমানেও এই পদ্ধতি
চালু রয়েছে। কারণ সময়ের বিবর্তনের ফলে অনেক আধুনিক সব সেলাই মেশিন
বাজারে আসলেও
সেগুলো অনেক ব্যয়বহুল। সবার পক্ষে আধুনিক ইলেকট্রিক চালিত সেলাই মেশিন কেনা
সম্ভব নয়। তাই পায়ে চালিত মেশিন পূর্বেও যেমন ছিল বর্তমানে
বর্তমানেও আছে। পায়ে চালিত মেশিনের দাম কম হয়ে থাকে।
আমরা ইতিপূর্বে বলেছি সেলাই মেশিন দুই ধরনের হয়ে থাকে একটি উপরে বর্ণনা করা
হয়েছে আরেকটি হচ্ছে ইলেকট্রিক সেলাই মেশিন। ইলেকট্রিক সেলাই মেশিন হচ্ছে
সেইগুলো যেগুলো বৈদ্যুতিক শক্তি দ্বারা পরিচালিত করা হয়।
ইলেকট্রিক সেলাই মেশিনের ক্ষেত্রে বলতে গেলে এটি একটি আধুনিক যুগের আধুনিক
সেলাই মেশিন। স্বাভাবিকভাবেই এই সেলাই মেশিন গুলোর দাম অনেক বেশি হয়ে থাকে।
ইলেকট্রিক সেলাই মেশিন কাপড় সেলাইয়ের জগতের আশীর্বাদ স্বরুপ।
আধুনিক যুগের ইলেকট্রিক সেলাই মেশিন পোশাক শিল্পে ব্যাপক পরিবর্তন
এনে দিয়েছে। কারণ এনালগ যুগের পায়ে চালিত সেলাই মেশিন অনেক ধীরগতি
সম্পন্ন এবং সেলাইয়ের মান ও তুলনামূলকভাবে মন্দ।
কিন্তু আধুনিক যুগের ইলেকট্রিক স্মার্ট সেলাই মেশিন গুলো অনেক দ্রুতগতিসম্পন্ন
এবং সেলাইয়ের গুণগত মান অনেক হাই কোয়ালিটি। যেখানে পায়ে চালিত সেলাই
মেশিনে একটি শার্ট ২ ঘন্টায় সেলাই হয় সেখানে স্মার্ট ইলেকট্রিক সেলাই মেশিন
গুলোতে ৪০ মিনিটে সেলাই সম্পন্ন করা যায়। প্রমাণিত।
ইলেক্ট্রিক সেলাই মেশিনের দাম ২০২৩
আমাদের দেশে যেসব ইলেকট্রিক সেলাই মেশিন গুলো পাওয়া যায় সেগুলোর নাম হচ্ছে
যথাক্রমে জ্যাক, জুকি, জজি ইত্যাদি।এই মেশিন গুলোর দাম
কমবেশি একই পর্যায়ে রয়েছে। প্রথম যখন
স্মার্ট ইলেকট্রিক সেলাই মেশিন গুলো বাংলাদেশের বাজারে দেখা গিয়েছিল
তখন এগুলোর দাম যথাক্রমে কোনোটি ১৮ হাজার টাকা ছিল।
আবার কোনটি ছিল ১৯ হাজার আবার কোনটি ছিল ১৭ হাজার। কিন্তু বর্তমান
প্রেক্ষাপট অনুযায়ী এই ইলেকট্রিক মেশিন গুলোর দাম অনেক বাড়তি। বর্তমানে
জজি নামক স্মার্ট ইলেকট্রিক সেলাই মেশিন কিনতে গেলে আপনাকে গুনতে হবে
২৭ হাজার থেকে ২৯ হাজার টাকার আশেপাশে। (বিশেষ দ্রষ্ট্যাব্যঃ স্থান কাল পাত্র
ভেদে দাম কিছুটা উঠানামা হতে পারে)
জ্যাক নামক স্মার্ট ইলেকট্রিক সেলাই মেশিন শুরুর দিকে এর দাম ছিল ১৭
হাজার টাকা। কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এই মেশিনটিরও দাম
অনেক বাড়তি। বর্তমান বাজারে এর মূল্য রয়েছে ২৯
হাজার টাকা! এর আশেপাশে (বিশেষ দ্রষ্ট্যাব্যঃ স্থান কাল পাত্র ভেদে
দাম কিছুটা উঠানামা হতে পারে)
জুকি একটি স্মার্ট ইলেকট্রিক সেলাই মেশিন। এই সেলাই মেশিনটির দাম দাম
শুরুর দিকে আগের দুটি মেশিনের মতই ছিল। তবে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এই
মেশিনটির দাম ৩০ হাজারের আশেপাশে (বিশেষ দ্রষ্ট্যাব্যঃ স্থান কাল পাত্র ভেদে
দাম কিছুটা উঠানামা হতে পারে)
সেলাই মেশিনের দাম - selai masiner dam 2023 সমাপ্তি আলোচনা
মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে পোশাক। আর পোশাক মানে কাপড়
কেটে বিভিন্ন রুপ আকার আকৃতি দিয়ে তৈরি করা বস্ত্র যা আমরা দৈনন্দিন জীবনে
পরিধান করে থাকি। পৃথিবীতে যতদিন মানুষ রয়েছে ততদিন পোশাক থাকবে, আর যতদিন
পৃথিবীতে পোশাক রয়েছে ততদিন পোশাক তৈরির সেলাই মেশিনও থাকবে।
যুগের পরিবর্তনে পোশাকের পরিবর্তন ঘটেছে ঠিক তেমনিভাবেই সেলাই
মেশিনেরও পরিবর্তন ঘটতে পারে। তবে সেলাই মেশিন থাকবে। আজকে আমাদের আলোচনা
ছিল সেলাই মেশিনের দাম সম্পর্কে। আশা করা যায় উপরের সম্পূর্ণ প্রতিবেদন করার
মাধ্যমে আপনারা সেলাই মেশিনের বর্তমান বাজার মূল্য সম্পর্কে অবগত হতে পেরেছেন।
পোষ্ট পড়ে আমাদেরকে আপনার মূল্যবান মন্তব্য লিখুন। আপনাদের প্রতিটি কমেন্ট রিভিও করা হয়
comment url