ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা জানার উপায়

ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা জানার উপায়


                                  জেনে নিন আপনার ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা                                                                                  (welcome to asgardbd)

শুরুতেই আপনাকে দেখতে হবে আপনি যেই ওয়েবসাইট  নিয়ে কাজ করবেন সেটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। 

আপনার ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা তা জানার জন্য আপনাকে আগে জানতে হবে যে একটা  ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি  হওয়া কেনো জরুরী ????? 

আমরা জানি বর্তমান বিশ্বে মোবাইল ফোনের গুরুত্ব ও এর পরিধি  কতটুকু ।আমরা প্রাই সকলেই মোবাইলফোন ব্যাবহার করে থাকি । ডিজিটালাইজেশনের এই যুগে ক্লাস  6-7 এর বাচ্চা থেকে শুরু করে বয়ষ্ক মানুষ পর্যন্ত  অনায়াসেই বলা যাই যে সবার কাছেই মোবাইল ফোন আছে । নিত্য  দৈনন্দিন জিবনে আমরা মোবাইল ফোন ছাড়া আমাদের এক দিন ও কল্পনার বাইরে । বর্তমান  সময়ে মোবাইল ফোন  ছাড়া   আমাদের জীবন অচল ।  (মোবাইল ) যে ডিভাইস টা  শুধু এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কথা বলার মাধ্যম  হিসেবে তৈরি করা হয়েছিলো তা আজকে বর্তমান বিশ্বে  আরও  হাজারো  প্রয়োজনীয় কাজে ব্যাবহ্রিত হচ্ছে যা আমাদের দ্রিষ্টিগোচরের বাইরে নয়।  বলা যাই বর্তমান সময় অনুযায়ী মোবাইল ফোনের গুরুত্ব কতোটা ।

সুতারাং এখন কল্পনা করুন  যে আপনার একটা ওয়েবসাইট আছে বা আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে  চাচ্ছেন , এখন  আপনাকে অবশ্যই ভাবতে  হবে যে আপনার ওয়েবসাইটে যে বা যারা দেখবে সেখান থেকে ৯০ শতাংশ মানুষ ফোন থেকে দেখবে। জেহুতু আগেই বলা হয়েছে যে সবার যদিও কম্পিউটার না থাকে তবে মোবাইল ফোন  অবশ্যই আছে । সেহুতু আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করার আগে এটা মাথাই রেখে তৈরি করতে হবে যে আপনার ওয়েবসাইটটি অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হতে হবে ।

 এখন কথা হলো  মোবাইল ফ্রে

আপনার ওয়েবসাইটটি মোবাইল ফ্রেন্ডলি কিনা তা জানার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।

১-  https://search.google.com/test/mobile-friendly?id=_xjE90Djoit5gTB7pmjVxQ সর্বপ্রথম আপনাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে ।

২-লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা পেইজ চলে আসবে দেখুন,


৩- তারপর ইন্টার এ (ইউ আর এল ) টু টেস্ট  এই পেইজটি চলে আসবে ।এখানে (ইউ আর এল )  বক্সে আপনার ওয়েবসাইটের লিংটি  বসাতে হবে । তারপরে কিবোর্ড থেকে ইন্টার চাপতে হবে                                                                                               
৪- তারপর আপনি দেখতে পাবেন আপনার কাছে এরকম একটা পেইজ চলে এসেছে ,     
 আর এখানেই উল্লেখ করে বলা থাকবে যে ওয়েবসাইটটি মোবাইল ফ্রেন্ডলি কিনা ।
খুব সহজ কয়েকটি ধাপের মদ্ধ্যে দিয়ে আপনি দেখে ফেলতে পারবেন আপনার বানানো বা ক্রয় করা ওয়েবসাইটটি মোবাইল ফ্রেন্ডলি কিনা ।                                                                                                        সারা বিশ্বে যতগুলো মানুষ ওয়েবসাইট ভিজিট করে তাদের ৯০ শতাংশ ব্যাক্তি মোবাইল ফোন থেকে গুগল সার্চ করে ।তাই আপনার ওয়েবসাইটটি যেনো মোবাইল থেকে সুন্দর দেখা যায় এজন্য আপনাকে আপনার ওয়েবসাইটটি মোবাইল ফ্রেন্ডলি রাখতে হবে ।                                                                                                                                                                                 















এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পোষ্ট পড়ে আমাদেরকে আপনার মূল্যবান মন্তব্য লিখুন। আপনাদের প্রতিটি কমেন্ট রিভিও করা হয়

comment url