আসসালামু ওয়ালাইকুম প্রিয়ো পাঠক,,,,,,,,,,,,
বর্তমানে বাংলাদেশে সবচেয়ে আলোচিত বিষয় যেই মানুষটিকে নিয়ে তিনি আর কেও নন তিনি হলেন আবু ত্বোহা মুহাম্মদ আদনান। বর্তমান সময়ের একজন ইসলামিক আলোচক বা বক্তা।যিনি সুস্পষ্ট ভাবে কথা বলার কারনে তরুণদের মধ্যে খুব আল্পসময়ে ব্যাপক জনপ্রিয়ো হয়ে উঠেছেন। নেট দুনিয়ায় ইসলাম প্রচার করার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন।কে এই আদনান?কি বা তার পরিচয়?তার জিবনী সম্পর্কে সব আমরা বিস্তারিত জানবো আজকের এই পোষ্টের মধ্যে।
সূচিপত্র
- আবু ত্বোহা মুহাম্মদ আদনানের জীবনী
- আবু ত্বোহা মুহাম্মদ আদনানের শিক্ষাগত যোগ্যতা
- আবু ত্বোহা মুহাম্মদ আদনানের কর্মজীবন
- আবু ত্বোহা মুহাম্মদ আদনানের পরিবার
- আবু ত্বহা মুহাম্মদ আদনান ক্রিকেটার
- আবু ত্বহা মুহাম্মদ আদনান এর পরিচয়
- আবু ত্বহা মুহাম্মদ আদনান পড়াশোনা
- আবু ত্বহা মুহাম্মদ আদনান এর জন্ম
- আবু ত্বহা মুহাম্মদ আদনান এর ওয়াজ এর বিষয় সমূহ
- আবু ত্বহা মুহাম্মদ আদনান এর সাথে যোগাযোগ
১-আবু ত্বোহা মুহাম্মদ আদনানের জীবনী
বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামী বক্তাদের মধ্যে অন্যতম হচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনান। স্পষ্ট ভাষী ও সুন্দরভাবে কথা বলার ভঙ্গিমার কারণে তিনি অনেক জনপ্রিয় বক্তা হয়ে উঠেছেন।
একসময় তিনি ছিলেন সাধারণ মানুষ। আর বাকি পাঁচটা যুবকের মত তিনিও খেলাধুলা করতেন পড়াশোনা করতেন। কিন্তু বর্তমান সময়ের তিনি হচ্ছেন সবচেয়ে আলোচিত একজন ধর্মীয় বক্তা। তার বক্তব্য এখন হাজার হাজার মানুষ শুনে ইসলামের দিকে ফিরে আসছে। তিনি বর্তমান অতীত ও ভবিষ্যৎ প্রেক্ষাপট নিয়ে খুব সুন্দর ভাবে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যের মাধ্যমে বর্তমান প্রজন্মের যুবকদেরকে কিভাবে আগামীতে দিনের হাল ধরতে হবে প্রচার করতে হবে কিভাবে ইসলামের খেদমত করতে হবে কিভাবে পশ্চিমা অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এগুলো খুব ভালোভাবে তার বক্তব্যের মাধ্যমে উপস্থাপন করে থাকেন।
২- আবু তাহের মুহাম্মদ আদনানের শিক্ষাগত যোগ্যতা
আমি তোমার মোহাম্মদ আদনান রংপুর জন্মগ্রহণ করেছিলেন এবং তার পড়ালেখাও ওইখানে হয়েছে তিনি রংপুরের লায়ন্স স্কুল এন্ড কলেজে পড়াশোনা করেছিলেন সেখান থেকে এসএসসি পরীক্ষায় দিয়েছিলেন এবং রংপুর সরকারি কলেজে ভর্তি হয়েছিল তিনি ইন্টারমিডিয়েট বিজ্ঞান বিভাগে সেখান থেকে কমপ্লিট করেছিলেন তারপর তিনি রংপুরের বিখ্যাত কলেজ রংপুর কারমাইকেল এখানে পড়াশোনা করেন সেখানে তিনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছিলেন তার পড়াশোনার বিষয় ছিল দর্শন। তিনি মাদ্রাসায় ভর্তি হয়েছিল অনেক পরে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর তিনি ১০ থেকে ১২ জন ওস্তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন তার শিক্ষার মূল সাবজেক্টটি ছিল আরবিক গ্রামার।
৩-আবু ত্বোহা মুহাম্মদ আদনানের কর্মজীবন
আব্বু তোহা মুহাম্মদ আদনান তার কর্মজীবনে তিনি তেমন কোনো চাকরি বা প্রতিষ্ঠানিক কাজে জড়ান নেই। তিনি বেশিরভাগ সময় মসজিদে জুম্মার দিনে খুতবা দিয়ে থাকেন এছাড়া তিনি প্রায় অনেক জায়গায় ওয়াজ মাহফিল করে থাকেন তিনি একজন জনপ্রিয় খুব সুন্দর ইসলামিক বক্তা তিনি বিপরীতে একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন যার নাম হলো প্রজন্ম বিদ্যালয়। যে বর্তমান সময়ের জন্য কল্যাণকর।
৪-আবু ত্বহা মুহাম্মদ আদনান এর পরিবার
আবু তোহা মুহাম্মদ আদনান এর পিতা জনাব রফিকুল ইসলাম। মোঃ আদনানের শিশু বয়সেই তার পিতা মারা যান। এরপর মায়ের সাথে নানা বারিতেই বেরে উঠেন তিনি । আবু তাহা মুহাম্মদ আদনান মূলত দুটি বিবাহ করেন। তার প্রথম স্ত্রীর নাম হাবিবা নূর, তিনি হলেন রংপুরের বাসিন্দা এবং দ্বিতীয় স্ত্রীর নাম হল শাকিব আর নাহার সারা তিনি ঢাকার বাসিন্দা তিনি ঢাকায় অবস্থিত একটি মহিলা মাদ্রাসার পরিচালিকা। আবু তাহের মুহাম্মদ আদনানের মূলত দুটি সন্তান একটি ছেলে ও একটি মেয়ে।
৫-আবু ত্বহা মুহাম্মদ আদনান ক্রিকেটার
মোহাম্মদ আদনান আজকের দিনে যিনি সবার প্রিয় ইসলামিক বক্তা তিনি ছিলেন অনেক ভালো একজন ক্রিকেটার। তিনি তার জীবনে প্রচুর ক্রিকেট খেলায় মগ্ন ছিলেন। তিনি যুবক বয়সে অনেক ক্রিকেট খেলতে পছন্দ করতেন। আশচর্যের বিষয় হলো এই যে তিনি যেই মাঠে ক্রিকেট খেলতেন সেই মাঠেই বসে এখন ওয়াজ করে থাকেন
৬-আবু ত্বহা মুহাম্মদ আদনান এর পরিচয়
আবু তাহের মোঃ আদনানের নাম হল আফসানুল আদনান। আবু তাহের মুহাম্মদ আদনানের বর্তমান বয়স এখন ৩১ বছর তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি তিনি যুবকদের সাথে সম্পর্কিত সেই সকল বিষয়বস্তু নিয়ে বেশি আলোচনা করেন যা বর্তমান সময়ের জন্য কল্যাণকর ও মঙ্গলজনক।
আবু তাহের মুহাম্মদ আদনান এর পিতার নাম রফিকুল ইসলাম এবং মাতার নাম মোহাম্মদ আদনান যখন ছোট ছিলেন তখনই তার পিতা ইন্তেকাল করেন এবং পরে তিনি তার নানার বাড়িতে নানা নানীর কাছেই লালিত পালিত হন আবু তাহের মুহাম্মদ আদনান দুইজন সন্তানের পিতা একজন পুত্র সন্তান আরেকটি হলো কন্যা সন্তান।
৭-আবু ত্বহা মুহাম্মদ আদনান পড়াশোনা
আবু তোহা মুহাম্মদ আদনান ৭ বছর বয়সে জনাব মাওলানা নজরুল হুজুরের কাছে কুরআন শিক্ষা করেছিলেন. তিনি রংপুরের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এস এস সি পাস করেন।এবং রংপুরর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিষয়ে এইচ এস সি পাস করেন। তিনি রংপুরের সেরা কলেজ কারমাইকেল কলেজে দর্শন অনুসর থেকে অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেন। এর পাশাপাশি তিনি মাদ্রাসা শিক্ষাগতাও করেছিলেন এছাড়াও ১২ জনের মধ্যে ইসলামিক ওস্তাদের নিকট দ্বীনি শিক্ষা করেছেন তিনি। থেকে তিনি জেনারেল লাইনের ছাত্র ছিল।
আবু ত্বহা মুহাম্মদ আদনান এর জন্ম
৮-আবু ত্বহা মুহাম্মদ আদনান এর জন্ম
আবু তাহের মুহাম্মদ আদনান রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে আবু তাহা মুহাম্মদ আদনান রংপুর নগরের সেন্ট্রাল রোডের আহলে হাদিস মসজিদ এলাকার বাসিন্দা।
৯-আবু ত্বহা মুহাম্মদ আদনান এর ওয়াজ এর বিষয় সমূহ
মোহাম্মদ আদনান এর অনেক ইসলামিক জ্ঞান ও প্রতিভা রয়েছে। তার আলোচনার প্রেক্ষাপট হল বর্তমান ভবিষ্যৎ ও অতীত নিয়ে তিনি বাস্তববাদী কথা বলে থাকেন। সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তিনি আলোচনা করে থাকেন। ভালো মন্দ, গ্রহণযোগ্য বাঞ্ছনীয় সব বিষয়বস্তু তিনি ইসলামের আলোকে যুক্তিজি সহকারে বর্ণনা দিয়ে থাকেন তার সুস্পষ্ট কথা বলার ধরন ও বক্তব্য দেওয়ার অসাধারণ ভঙ্গিমা দেখে লাখো কোটি মানুষ আজকে তাকে চিনেন।ভুল প্রচলিত youtube চ্যানেলে তার ইসলামিক আলোচনা সম্পর্কে অনেক ভিডিও আমরা দেখতে পাই তিনি অর্থনীতিক ভৌগোলিক সামাজিক এসব বিষয়ে ধারণা আলোচনা করে থাকেন তিনি বেশিরভাগ বক্তব্য দিয়ে থাকেন। তিনি বেশিরভাগ সময় যুবক বর্তমান যুবকদেরকে নিয়ে আলোচনা করে থাকেন। তিনি যুগ উপযোগে ওয়াজ করে থাকেন। ইতিমধ্যে তিনি দাজ্জাল সম্পর্কে অনেক ওয়াজ করেছেন তিনি ও রাজনৈতিক বিষয় নিয়ে ইসলামের আলোকে বিভিন্ন আলোচনা পেশ করে থাকেন তিনি নারীদের সম্পর্কেও বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন তিনি বাস্তববাদী আলোচনা করে থাকেন। বর্তমান যুগের সকল পশ্চিমা অপসংস্কৃতি তিনি মানুষের কাছে খুব ভালোভাবে তুলে ধরতে পারেন। আবু ত্বহা মোহাম্মদ আদনান তার বক্তব্যে ঢাকা শহরকে দ্য সিটি অফ আখিরুজ্জামান হিসেবে অভিহিত করেছিলেন। এই নিয়ে তিনি বিভিন্ন আলোচনা সমালোচনার মুখোমুখি হয়েছেন।
১০-আবু ত্বহা মুহাম্মদ আদনান এর সাথে যোগাযোগ
যদিওবা তার ব্যাক্তিগত ফোন নাম্বার জানা নেই। তবে ০১৩১৫১৮৮২৪৮ এই নাম্বারে ফোন করলে ওনার সাথে যোগাযোগ করা যেতে পারে।
Several websites I come across on the internet, I don't really trust their information. But the information on your website seems credible to me. But I am very happy to read this information.
all the time we are trying to published for you trustable true information. thanks