সকল ডিভাইস রেসপন্সিভ এই কথাটার মানে কি

সকল ডিভাইস রেসপন্সিভ এই কথাটার মানে কি


                                                (welcome to asgardbd)

সকল ডিভাইস রেসপন্সিভ এই কথাটার মানে কি ?????

একটা ওয়েবসাইট যখন পরিচালনা করা হয় তখন সেই সাইটটি সকল ডিভাইস যেমন মোবাইল ফোন ,ল্যাপটপ, ডেক্সটপ,ট্যাব্লেট ইত্যাদি ভ্যারাইটিস ধরনের ডিভাইস দিয়ে দেখতে কেমন দেখাই মূলত এই কথাটাকেই  বলা হয় সকল ডিভাইস রেসপন্সিভ।

এখন আপনার যদি কনো ওয়েবসাইট থাকে তাহলে কিভাবে আপনি চেক করবেন যে আপনার ওয়েবসাইট সকল ডিভাইস রেসপন্সিভ কিনা চলুন নিচের ধাপগুলো অনুসরন করে  জেনে নেয়া যাক।

১- সর্বপ্রথম আপনাকে এই লিংকে ক্লিক করতে হবে https://responsivedesignchecker.com/checker.php?url=https%3A%2F%2Fwww.ordinaryit.com%2F&width=360&height=640

২- তারপর আপনার কাছে এইরকম একটা পেইজ আসবে 
৩- এখানে  এই পেইজের মধ্যে বেশকিছু অপশন দেয়া আছে  । আপনি  দেখতে পারবেন বামদিকে  ফোন, ট্যাবলেট, ডেক্সটপ এই ছবিগুলোর মধ্যে ইচ্ছামত কাস্টমাইজ করে দেখতে পারবেন আপনার ওয়েবসাইট কোন ডিভাইস থেকে দেখতে কেমন অথবা আপনার ওয়েবসাইট সকল ডিভাইস রেসপন্সিভ কিনা।


 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পোষ্ট পড়ে আমাদেরকে আপনার মূল্যবান মন্তব্য লিখুন। আপনাদের প্রতিটি কমেন্ট রিভিও করা হয়

comment url