ওয়েবসাইটের গুগল রিচ রেজাল্ট কি
আমরা যখন কনো ওয়েবসাইট নিয়ে কাজ করবো তখন আমাদেরকে অবশ্যই এর বিশেষ কিছু দিক মাথাই রেখে তা পরিচালনা করতে হয়।যেমন ,আপনি অবশ্যই চাইবেন আপনার ওয়েবসাইটটি যেনো গুগলে ভালো ভুমিকা রাখে ।আপনি সবসময় চাইবেন যে আপনার ওয়েবসাইট টি যেনো গুগলের সর্বোচ্চ র্যাংকিং এ থাকে ।এজন্য আপনাকে কি করতে হবে ??? জেনে নিন এই পোষ্টটি সম্পুর্ণ পড়ে।
ওয়েবসাইটের গুগল রিচ রেজাল্ট কি????
উত্তর হলো রিচ রেজাল্ট টা মূলত ,আপনি যদি গুগলে কনো কিছু লিখে সার্চ করেন তখন আপনার কাছে অনেকগুলো ওয়েবসাইট আসে । এখন আপনি খেয়াল করে দেখতে পারেন যে সবগুলো সাইটের ধরণ এক না। প্রতিটা সাইটের উপস্থাপনা ভিন্য ভিন্য । ঠিক এগুলোর মধ্যে কিছু আবার এমন ভাবে আছে জেগুলোর ওয়েবসাইটের নামের নিচে ২থেকে ৩ লাইনের কিছু বর্ননা দেয়া আছে ।এই বিষয় টাকেই বলা হয় রিচ।
রিচ করা ওয়েবসাইট গুগলে সবসময় ভালো র্যাংকে থাকে ।
যদি আপনিও চান আপনার ওয়েবসাইট টী গুগলে সর্বোচ্চ পারফরমেন্স করবে তাহলে নিচের ধাপগুল অনুসরন করুন।
১-সর্বপ্রথম আপনাকে এই লিংকে ক্লিক করতে হবে https://search.google.com/test/rich-results?id=7SQ1aoPzVlhRXrnza36iLQ
২- তারপর আপনার স্ক্রিনে এই রকম একটা পাইজ চলে আসবে
৩- এই পেইজ টি আসলে আপনাকে (ইন্টার এ ইউ আর এল টু টেস্ট ) এই বক্সের মধ্যে আপনার ওয়েবসাইটের লিংক বসাতে হবে । তারপর কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতে হবে ।
৩- এই পেইজ টি আসলে আপনাকে (ইন্টার এ ইউ আর এল টু টেস্ট ) এই বক্সের মধ্যে আপনার ওয়েবসাইটের লিংক বসাতে হবে । তারপর কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতে হবে ।
৪- তারপর আপনি দেখতে পাবেন আপনার কাছে এই রকম একটা পেইজ আসবে যেখানে লিখা থাকবে যে আপনার ওয়েবসাইট গুগল রিচ কিনা
আর এইভাবেই আপনি দেখে ফেলতে পারবেন আপনার ওয়েবসাইট গুগলে রিচ ওয়েবসাইট কিনা ।
পোষ্ট পড়ে আমাদেরকে আপনার মূল্যবান মন্তব্য লিখুন। আপনাদের প্রতিটি কমেন্ট রিভিও করা হয়
comment url